পরিবেশ ও প্রকৃতি | Environment

.

বাঘ কেন বিলুপ্ত হচ্ছে ? বাঘের সংখ্যা কমছে কেন ? | Will we let Tiger go extinct? | Think Bangla

_HfEj2iZznw

বাঘের বিলুপ্তি- বাঘ কেন বিলুপ্ত হচ্ছে ? বাঘ কে কি আমরা বিলুপ্ত হয়ে যেতে দেব ? বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা কমে আসছে৷ এভাবে বাঘ কমতে থাকলে, এক সময় বাঘ বিলুপ্ত হয়ে যাবে। বাঘ সম্ভবত মানুষের সবচেয়ে চেনা প্রাণিদের একটি। কিন্তু তারপরও আমরা কি বাঘ সম্পর্কে যথেষ্ট জানি? বাঘেরা কিভাবে বেঁচে থাকে অথবা কেনই বা ক্রমাগতভাবে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে? বাঘেদের বেঁচে থাকার সাথে মানুষেরই সম্পর্কই বা কি? আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষ্য বানানো থিংকের এই বিশেষ ভিডিওটি দেখুন।

নিবন্ধ

thumb_Tiger-and-domestic-cat.jpg

বেড়ালের আত্মীয় বাঘ

হালুম! বাঘ! ব্যাঘ্র! বনের রাজা! বাঘ শব্দটি শুনলে কারো মনে হয়তো জেগে ওঠে রোমাঞ্চ, কেউবা হোন ভীত, কেউবা ভেবে বসেন ওহ বাঘ! ও আর এমনকি! বাঘের মাসি তো আমাদেরই ঘরের বেড়াল! সে খুব একটা ভুল নয় মোটেই, বাঘ আসলে বেড়ালের মতই, বেড়ালের খুব কাছেরই আত্মীয়। বাঘ আর গৃহপালিত বেড়াল দুইই আরো ৩৮খানা প্রজাতির মতই একই পরিবারের সদস্য! সে পরিবারটির নাম ফেলিডে।

thumb_tigers1.jpg

বাঘেদের কেন বাঁচাতে হবে?

বাঘেদের কেন বাঁচাতে হবে এর প্রশ্নের উত্তর জানতে হলে খাদ্যচক্রের কথা জানতে হবে। বাঘেরা যেখানেই থাকুক, তারা সাধারণত থাকে এর চূড়ায়। খুরওয়ালা প্রাণীদের যেমন হরিণ, শুয়োর, গরু, ছাগল, মহিষ এসব খায় তারা। বাঘ যদি উধাও হয়ে যায় তাহলে তৃণভোজী প্রাণীরা সংখ্যায় বাড়তেই থাকে নিয়ন্ত্রণহীনভাবে, সেক্ষেত্রে কমে যাবে বনভূমির পরিমাণ। এতে করে অন্য প্রাণীদের জন্যে খাবারে টান পড়ে, যেমন পাখিদের খাবার কমে যায়। এভাবে এমনকি সেসব তৃণভোজীরাও খিদেয় মারা পড়ে।

thumb_tigers.jpg

বাঘ

বাঘ। শুধু প্রাণী নয়। আমাদের জাতীয় এবং সামাজিক জীবনে মিশে থাকা বীরত্ব এবং সাহসের প্রতীকও। তবে বাঘের ডেরা যেই জঙ্গলে সেই সুন্দরবনে কিন্তু ব্যাপারটি অন্যরকম। সুন্দরবন অঞ্চলে বাঘকে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles