শারীরিক সমস্যাও কি আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে?

.

নিবন্ধ

Evolution | বিবর্তন

শারীরিক সমস্যাও কি আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে?

অ্যাজমা, কোন ক্রনিক এবং অসহ্য পেইন, ব্রেইন ইঞ্জ্যুরি, ক্যান্সার, কঞ্জেস্টিভ হার্ট ফেইলিয়র,ডায়বিটিস, এপিলেপ্সি, এইচ আই ভি/এইডস, হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, মাইগ্রেইন,পারকিন্সন্স ডিজিজ ইত্যাদি। এখন আপনার হয়ত মনে হবে কি করে মাইগ্রেইন পেইন বা হাই ব্লাড প্রেশার সুইসাইডাল রিস্কের সাথে জড়িত হতে পারে। আপনার চিন্তা করতে হবে যিনি সাফার করছেন তার কি পরিমাণ মানসিক এবং শারীরিক কষ্ট হচ্ছে, তার সাপোর্ট সিস্টেম আছে কিনা, তার অন্যান্য মানসিক কোন সাফারিংস আছে কিনা যেমন অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এবং সর্বোপরি তার হোপ কোনভাবে নষ্ট হয়ে গিয়েছে কিনা। রিসার্চ দেখায় যে যাদের ক্রনিক পেইন থাকে তাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি হবার সম্ভাবনা ৪ গুনবেশি যাদের এ ধরনের পেইন থাকে না তাদের থেকে।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles