বাঘেদের কেন বাঁচাতে হবে?
বাঘেদের কেন বাঁচাতে হবে এর প্রশ্নের উত্তর জানতে হলে খাদ্যচক্রের কথা জানতে হবে। বাঘেরা যেখানেই থাকুক, তারা সাধারণত থাকে এর চূড়ায়। খুরওয়ালা প্রাণীদের যেমন হরিণ, শুয়োর, গরু, ছাগল, মহিষ এসব খায় তারা। বাঘ যদি উধাও হয়ে যায় তাহলে তৃণভোজী প্রাণীরা সংখ্যায় বাড়তেই থাকে নিয়ন্ত্রণহীনভাবে, সেক্ষেত্রে কমে যাবে বনভূমির পরিমাণ। এতে করে অন্য প্রাণীদের জন্যে খাবারে টান পড়ে, যেমন পাখিদের খাবার কমে যায়। এভাবে এমনকি সেসব তৃণভোজীরাও খিদেয় মারা পড়ে।
বাঘ নিয়ে দেখুন থিংকের ভিডিও বাঘ কেন বিলুপ্ত হচ্ছে?
বাঘ বাঁচালে, তাদের আবাসস্থল বাঁচালে বাস্তুসংস্থানটাও হয়ে ওঠে সামঞ্জস্যপূর্ণ, মানুষদের জন্যেও সেটা উপকারী। তাই বলে এটাও বলছি না যে বন্দিদশায় বাঘের প্রজনন ঘটানো হোক। বন্দিদশায় বাঘের জন্ম হলে তাতে বাস্তুতন্ত্রের কোনো উপকার হয় না। এমনকি বাঘ এরপর বনে ছেড়ে দিলেও তারা সেখানে টিকে থাকতে শেখে না।
বাঘের বৈশিষ্ট্য হল এখানেই যে ওরা হল যাকে বলা হয় ‘আম্ব্রেলা স্পিসিজ’ বা ‘রক্ষক প্রজাতি’। তাদের বাঁচানো মানে বন্যপ্রাণীদের বিরাট একটা এলাকা বাঁচানো, তাতে করে সে-এলাকার অনেক বেশি পরিমাণে গাছপালা আর প্রাণীদেরও বাঁচানো যায়।
বাঘ বাঁচিয়ে বনেরও একটা বড় অংশ বাঁচানো যায়। বন আমাদের বিশুদ্ধ বাতাস, পরিষ্কার জল, খাবার, কাপড়, ঘরবাড়ির উপকরণ, ওষুধ, লোকেদের জীবিকা, আদিবাসীদের আশ্রয় এসব দেয়। জলবায়ু পরিবর্তনের বেলায়ও বন অনেক উপকারী ভূমিকা রাখে। বাঘ যেখানে বেশি, সেখানে বনধ্বংসের পরিমাণও কম।
কাজেই বাঘ যদি বাঁচানো যায়, তাহলে সবদিকে লাভই লাভ।
বাঘ বাংলাদেশের জাতীয় গৌরবের প্রতীক। বাঘ বাঁচানো মানে পরিবেশ বাঁচানো, বন বাঁচানো, জলবায়ু রক্ষা করা, অর্থনীতি চাঙ্গা রাখা, সব মিলিয়ে বাঘ বাঁচানো মানে নিজেদেরই বাঁচানো।
এই কাজটা শুরু করতে হবে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান আর স্থানীয় জনগোষ্ঠীদের। তারা লোকজনকে শেখাবে বাঘ কেন জরুরি, কিভাবে বাঘের এলাকা আর খাদ্য বাঁচানো যায় যাতে বাঘেরা নিজেদের জায়গায় নিরাপদে থাকে।
কিন্তু ব্যক্তির ভূমিকাও আছে। এটা নইলে কোনো কিছুই সফল হবে না। আপনি একা মানুষ হিসেবে কী করতে পারেন?
১. সুন্দরবন ঘুরতে গেলে বেছে নিন খ্যাতনামা কোনো প্রতিষ্ঠান, যাদের নিজেদের ভ্রমণ লঞ্চ এবং ভালো মানের গাইড আছে।
২. হরিণের মাংস খাওয়ার আগ্রহ দেখাবেন না। এটা শুধু বেআইনি নয়, বাঘের খাবারও। বাঘ বঞ্চিত হবে।
৩. বাঘের বাচ্চা কোলে নেওয়া, আদর করা, ছবিতোলা এসব এড়িয়ে চলুন। সোশ্যাল মিডিয়ার ছবি বাঘের বন্দিদশার কারণ।
৪. রাষ্ট্রের কাছে আবেদন জানান বাঘ বাঁচাতে, যে যার জায়গা থেকে চাপ তৈরি করুন, শুধু যে দেশে বাঘ আছে সেখানেই নয়। পৃথিবীর প্রায় প্রতিটি দেশের দায়িত্ব আছে বাঘ বাঁচাতে।।