আমরা যেভাবে প্রতিটি ভিডিও বানাই



গবেষণা ও স্ক্রিপ্ট

তথ্যচিত্রের বিষয়বস্তু নির্বাচন এবং প্রাথমিক গবেষণা শেষে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে কথা বলি। এইসব সব তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে লেখা শুরু হয় তথ্যচিত্রের স্ক্রিপ্ট বা চিত্রনাট্য। এই পুরো প্রক্রিয়ার সাথে সাধারণত তিন, চার অথবা তার চেয়ে বেশি লেখক প্রত্যক্ষভাবে যুক্ত থাকেন।




রূপান্তর

মূল চিত্রনাট্য কখনো বাংলায় লেখা হয়, কখনো ইংরেজিতে। এরপর তা অন্য ভাষাগুলোয় অনুবাদ করা হয়। অনুবাদের সময় আমরা খেয়াল রাখি তথ্যের পাশাপাশি ভাষা এবং সংস্কৃতির ব্যঞ্জনাও যেন অক্ষুণ্ণ থাকে, আমাদের ভিডিওগুলো যেন সব ভাষায় সোজা এবং সাবলীল শোনায়। অনুবাদের কাজে দুই বা ততোধিক লেখক যুক্ত থাকেন।




তথ্যচিত্র ধারণ ও সম্পাদনা

উপস্থাপকের প্রস্তুতি শেষ হলে আমাদের ছোট্ট স্টুডিওতে ভিডিও ধারণের কাজ চলে। ধারণকৃত ভিডিও কাটাছেঁড়ার জন্যে যায় সম্পাদনার টেবিলে। জড়ো-করা সব তথ্য আর উপস্থাপকের ফুটেজ মিলিয়ে সম্পাদক তৈরি করেন প্রথম দফার খসড়া।বিভিন্ন দফায় লেখক এবং গবেষকদের সম্পাদনা, অনুমোদন এবং সব তথ্যসূত্রের পর্যালোচনা শেষে সেটি প্রকাশোপযোগী তথ্যচিত্রে রূপান্তরিত হয়।


সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles