আ
থিংক একটি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বিভিন্ন ভাষায় জ্ঞানভিত্তিক, নির্ভরযোগ্য তথ্যচিত্র তৈরি করি, যাতে করে জ্ঞান শুধু কিছু ধনী এবং ভাগ্যবান দেশ ও মানুষের হাতেই সীমাবদ্ধ না থাকে, ছড়িয়ে পড়তে পারে পৃথিবীর আনাচে কানাচে।
আমরা কঠোরভাবে চেষ্টা করি ভিডিওর মান এবং নির্ভরযোগ্যতা রক্ষা করতে। কয়েক ধাপে, শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ এবং ছাত্রদের সাথে যাচাই করে নেই সব তথ্য। অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ, কুইন মেরি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া (রিভারসাইড), ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনোমিক্স, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনলজিসহ বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকেরা আছেন আমাদের সাথে।
আমরা বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে উঁচু মানের, বিশেষজ্ঞ-সমর্থিত ভিডিও তৈরি করি। তবে লক্ষ্য আমাদের একটাই – নানান বিষয় সম্পর্কে জ্ঞান ও আনন্দ বিতরণ এবং আগ্রহীদের এগুলো নিয়ে ভাবতে, চিন্তা করতে এবং কৌতূহলী হয়ে উঠতে উৎসাহিত করা।
থিংক – জিজ্ঞাসু মনের জন্য।