পৃথিবী যে ঘুরছে তা আমরা বুঝি না কেন- এই প্রচণ্ড বেগের ফলে আমাদের কি পৃথিবী থেকে ছিটকে পড়ে যাওয়ার কথা নয়? পৃথিবী তার পৃষ্ঠের সব কিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে মাধ্যাকর্ষণ বল দিয়ে - এই কারনেই কি আমরা বুঝতে পারছি না পৃথিবীর গতি? আজকের থিংক ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়েই বিশদ আলোচনা করেছি জ্যোতির্বিদ ডঃ দীপেন ভট্টাচার্যের সাথে।
এই মহাবিশ্বে প্রত্যেকটি গ্রহ-নক্ষত্রের নিজস্ব মহাকর্ষীয়বল বা (Gravitatonal force) রয়েছে। মহাকর্ষবলের প্রভাবে তার নিজস্ব কক্ষপথে একটি আকর্ষনের সৃষ্টি করে,যার ফলে সেই কক্ষপথে যা কিছুই আসে তা নিজের কাছাকাছি টেনে নেয়।
কয়েক বছর আগে সৌদি আরবের শেখ বন্দর আল খায়বারি বলেছিলেন, “পৃথিবী ঘোরে না। যদি ঘুরতো, তাহলে চায়না যাওয়ার দরকার হলে প্লেনে করে আকাশে উঠে এক ঘন্টা বসে থাকলে দেখা যেত, চায়না আমাদের দিকে এগিয়ে আসছে”। কিন্তু সেটা হয় না কেন? প্লেন স্থির হয়ে ভেসে থাকলে কেন আমাদের গন্তব্য কাছে আসে না? এটা বুঝতে হলে দুটা ছোট পরীক্ষা দিয়ে শুরু করা লাগবে।
পৃথিবী নিজ অক্ষের চারদিকে ২৪ ঘন্টায় একবার ঘুরছে। এর ফলে বিষুবীয় অঞ্চলে যারা অবস্থান করছে তারা ঘন্টায় ১৬০০ কিলোমিটার হারে পৃথিবীর সাথে ঘুরছে। তাছাড়া, পৃথিবী সূর্যের চারদিকে ঘন্টায় ১ লাখ ১০ হাজার কিলোমিটার বেগে ঘুরছে। আবার সূর্য তার গ্রহগুলো নিয়ে গ্যালাক্সিতে ঘন্টায় ৮ লাখ ২৮ হাজার কিলোমিটার বেগে ঘুরছে। এত বিপুল গতিতে ধাবমান থাকার পরেও আমরা এই গতি অনুভব করতে পারি না। অথচ বাসে কিংবা ট্রেনে কিংবা অন্যান্য বাহনে এর তুলনায় তুচ্ছাতিতুচ্ছ গতিতে ভ্রমণ করেও আমরা বুঝতে পারি। আমাদের শরীরের উপর দিয়ে প্রচন্ড ধকল বয়ে যায়। কিন্তু কেন?