পৃথিবী ঘুরছে কেন

.

নিবন্ধ

Astronomy | জ্যোতির্বিজ্ঞান

পৃথিবী ঘুরছে কেন

আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে অবিরাম ঘুরে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ঘূর্ণন টের পাইনা। পৃথিবীর ঘূর্ণন টের না পাওয়ার অনেক কারণ রয়েছে। কারণগুলো জেনে নেই চলুন;

প্রথমত আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই অবিরাম পৃথিবীর ঘূর্ণনের সাথে একই বেগে ঘুরে চলেছে। যেহেতু আমাদের পৃথিবী এবং আশেপাশে যা কিছু আছে সবকিছু একই বেগে ঘুরছে তাই আমাদের কাছে মনে হয় যে সবকিছুই স্থির সুতরাং এজন্য আমরা পৃথিবীর ঘূর্ণন টের পাই না। মূল কারণ এটাই, তবে বোঝার সুবিধার্থে আরো সহজ করে বলার চেষ্টা করা যাক।

পৃথিবীর ঘোরা নিয়ে দেখুন থিংকের ভিডিও পৃথিবী ঘুরছে বুঝি না কেন? ছিটকে পড়ি না কেন?

 

পৃথিবী ঘুরছে আমরা টের পাই না কেন


উদাহরণস্বরূপ বলা যায়, গতিশীল বাস হঠাৎ থেমে গেলে আমরা সামনে ঝুঁকে পড়ি, আবার একইভাবে থেমে থাকা বাস চলতে শুরু করলে পিছনের দিকে হেলে যাই। কোন চলন্ত বাস যদি অবিরাম একই গতিতে ঝাঁকি ছাড়া চলতে থাকে, আমরা বাসের গতি অনুভব করিনা। কিন্তু বাস অসম গতিতে চললে আমরা গতির তারতম্য এবং বাসের চলনশীলনতা টের পাই।

পৃথিবী তার শুরু থেকেই অবিরাম ঘুরছে, ন্যানো সেকেন্ডের জন্যও কখনো এই ঘূর্ণন বন্ধ হয়নি। অর্থাৎ বাস চলা শুরু করলে যে ধাক্কাটা পাই, পৃথিবীর ঘূর্ণনে আমরা এমন কিছু কখনো অনুভব করিনি। আমাদের অনুভূতি পার্থক্য করতে হলে উভয় অবস্থার সাথে পরিচয় থাকতে হবে, কিন্তু আমাদের স্থির পৃথিবীর সাথে পরিচয় হয়নি। 

ভুমিকম্প আমরা টের পাই। কারণ, ভূমিকম্প এমন এক অবস্থার সৃষ্টি করে, যার সাথে আমরা ঠিক অভ্যস্থ নই। কিন্তু আমাদের পৃথিবী বাসের মতো অসম গতিতে চলেনা, থেমেও যায়না কিংবা ভূমিকম্পের মতো হঠাৎ ধাক্কাও দেয়না। 

আপনি যদি বিমানের সিটে বসার সাথে সাথে একঘন্টার একটা ঘুম দিতে পারেন, বিমান তার নির্দিষ্ট উচ্চতা এবং সমবেগে আসার পর যদি ঘুম থেকে উঠেন, জানালার দিকে না তাকালে হয়তো আপনি চেচিয়ে উঠবেন, আরে কন্ট্রাক্টার সাহেব এখনো বিমান ছাড়েন না কেন!! (হাহা জাস্ট কিডিং)। তবে এটা সত্যি যে আপনি কয়েক হাজারফুট উচ্চতায় আকাশে উড্ডয়মান বিমানে আছেন এই অবস্থাটা সহজে বুঝতে পারবেন না।

আর একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি এবং আপনার বন্ধু অনেকদিন পর স্কুল মাঠের সামনে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন। আপনার বন্ধু আপনাকে ছোটবেলার মতো আরও একবার স্কুল মাঠ চক্কর প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো, এবং দেখা গেলো ‍দুজন একইসময়ে একইসাথে পাশাপশি অবস্থান করছেন অর্থাৎ আপনাদের বেগের কোন পার্থক্য নাই, যদিও আপনারা উসাইন বোল্টকেও হার মানানো বেগে দৌড়িয়েছেন কিন্তু আইনস্টাইন সাহেবের আপেক্ষিকতার সূত্র অনুসারে আপনাদের আপেক্ষিক বেগ শূন্য!!
আপনার বন্ধুকে যদি পৃথিবী মনে করেন তাহলে আপনার এবং পৃথিবীর বেগ শূণ্য। সুতরাং আপনার বন্ধু (পৃথিবী) আর আপনি একইসাথে দৌড়ালেও আপনাদেরকে স্থির বলেই মনে হবে।
 
আমাদের জন্মই হয়েছে ঘূর্ণায়মান এক ফুটবলের পৃষ্ঠে যে বলের গতিতে আজ পর্যন্ত ব্রেক লাগেনি। ফুটবল এবং ফটবলের পৃষ্ঠে অবস্থানরত আমাদের গতিতেও তাই পরিবর্তন হয়নি।
 
যতগুলো উদাহরণ আমরা দেখলাম সবগুলোর গতি এবং স্থিতির অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানি। কারণ এসকল বস্তু বা ব্যক্তি সুষম বেগে চলতে পারেনা। আবার এরা আদিকাল থেকে চলনশীলও নয়, একমাত্র পৃথিবী ছাড়া। বাস চলার আগে আমাদের ধাক্কা দিয়ে জানান দেয় বস চললুম। কিন্তু পৃথিবী কাউকে পরোয়া না করেই আদিকাল থেকেই সমবেগে চলছে।

আমাদের কোপারনিকাস বাবু যদি না বলে দিতেন যে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তাহলে হয়তো এই প্রশ্ন মনেও আসতো না।

আরো কিছু কারণ উল্লেখ করা হয় যেমন, পৃথিবীর আয়তনের তুলনায় আমরা খুবই ক্ষুদ্র। এজন্য পৃথিবী ঘুরছে কিন্তু আমরা টের পাই না। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬৪০০ কিলোমিটার এবং ওজন প্রায় ৬×১০^২৪ কেজি। পৃথিবীর তুলনায় আমরা এতই ক্ষুদ্র যে, আমরা পৃথিবীর ঘুর্ণণ বেগ বুঝতে পারিনা।

পৃথিবীতে অবস্থিত সকল বস্তুকেই পৃথিবী তার নিজের কেন্দ্র বরাবর টানছে। একে অভিকর্ষ বল বলে। আর এই বলের জন্যও আমরা পৃথিবীর ঘূর্ণণ অনুভব করতে পারি না।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

শুধুমাত্র পৃথিবী নয় বরং আরও ৮টি গ্রহ প্রতিনিয়ত সূর্যকে প্রদক্ষিণ করে যাচ্ছে তাঁর মহাকর্ষীয় বলের প্রভাবে।