Science | বিজ্ঞান

.

মেয়েদের মাসিক বা পিরিয়ড | মেয়েদের মাসিক হয় কেন? | Period or Menstruation | Think Bangla

eHzFfpg4a_Q

মেয়েদের মাসিক বা পিরিয়ড হয় কেন? মাসিক একজন মেয়ের দেহে ঠিক কিভাবে বা কেন ঘটে? মাসিক চক্র কী আদৌ নোংরা,মাসিক বন্ধ হলে কি হতে পারে, কেনই বা মাসিকের মত এই অপচয়ী ব্যাপারটার বিবর্তন ঘটলো মাত্র গুটিকয়েক প্রাণিতে - আসুন সেগুলো নিয়ে কথা বলি আজকের ভিডিওতে।মাসিক কে ঋতুস্রাব নামেও ডাকা হয়। ঋতুস্রাব এর মত এই অপচয়ী প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ? সেগুলো নিয়েই থিংকের এই ভিডিওটি ।

নিবন্ধ

thumb_maxresdefault2.jpg

মাসিক নিয়ে প্রচলিত নানা মিথ

মেয়েদের মাসিক বন্ধ হলে করণীয় কী? মেয়েদের মাসিক নিয়ে বিশ্বের নানা প্রান্তে যেমন এশিয়া, আফ্রিকা, এমনকি ইউরোপে ও ধর্মীয় গোঁড়ামিপূর্ণ অঞ্চলে বিবিধ কুসংস্কার, অজ্ঞতা এবং লৈঙ্গিক রাজনীতি চলছে সুদুর অতীত থেকে। পিরিয়ড বা মাসিকচক্র মেয়েদের প্রতিমাসের প্রাকৃতিক এবং নৈমিত্তিক জৈবিক প্রক্রিয়া। কিন্তু এই বিষয়ে হয়ত অনেকেই আমরা জানি না পৃথিবীর নানা স্থানে মেয়েরা মাসিকের সময় কীরকম অজ্ঞতা ও কুসংস্কারাচ্ছন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। অর্থ এবং যোগানের অভাবে অনেকেই স্যানিটারি প্যাডের বদলে পুরনো ছেঁড়া কাপড়, তুলা ইত্যাদি ব্যবহার করে যা তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়।

thumb_period-Menstruation-101_2x.png

মাসিক কেন হয়?

পৃথিবীতে হাতে গোণা কয়েকটি প্রজাতির জীবদ্দশায় বেশ রহস্যময় একটি চারিত্রিক বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়। এই বৈশিষ্ট্যটি হল মাসিক। বানর, শিম্পাঞ্জি, বাদুড় ও মানুষ- কেবল মাত্র এই ক’টি জীবের স্ত্রী প্রাণীর দেহে মাসিক হয়।

thumb_1560327995_0nkj1i_sanitary_pad_shutterstock_470.jpg

মাসিক কি এবং কেন গুরুত্বপূর্ণ ?

মেয়েদের মাসিক কী? মেয়েদের মাসিক হলে করণীয় কি মেয়েদের মাসিক হলে অতিরিক্ত রক্তক্ষরণ বা ব্যথা নিরসনে দরকার পুষ্টিকর খাবার আর যথাযথ পরিচর্যা। মেয়েদের মাসিক হলে শরীর থেকে ভিটামিন ও খনিজ বের হয়ে যায় - এজন্য চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে কথা বলে সুষম খাদ্যের তালিকা করে তাকে খাওয়াতে হবে। মাসিক! Menstruation কথাটি এসেছে ল্যাটিন শব্দ menstrua থেকে যার অর্থ মাস। মেয়েদের জীবনে একটি অনন্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু প্রাণিকুলের মধ্যে কেবল মানুষের মত স্তন্যপায়ী গোত্রের কতিপয় প্রাণী, যেমন আফ্রিকার Rhesus macaques বানর, গ্রেট এপ মাসিকের অভিজ্ঞতা পায়। শিম্পাঞ্জি, ওরাং ওটাং, গিবনের মধ্যেও খুব অল্প পরিমাণে মাসিকের রক্ত দেখা যায়। এছাড়াও Cebus, Ateles, Alouatta, Lagothrix গোত্রেও মাসিকের দেখা পাওয়া যায়।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

thinkschool বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে উঁচু মানের, বিশেষজ্ঞ-সমর্থিত ভিডিও তৈরি করে। তবে thinkschool এর লক্ষ্য একটাই – নানান বিষয় সম্পর্কে জ্ঞান ও আনন্দ বিতরণ এবং আগ্রহীদের এগুলো নিয়ে ভাবতে, চিন্তা করতে এবং কৌতূহলী হয়ে উঠতে উৎসাহিত করা।