আমরা আমাদের গ্যালাক্সির গঠন ভিডিওতে আমাদের গ্যালাক্সির সর্পিলাকার গঠন এবং সেখানে আমাদের সৌর জগতটা ঠিক কোথায় অবস্থিত তা নিয়ে কথা বলেছি। আজ আমরা ড. দীপেন ভট্টাচার্যর সঙ্গে ভয়াজার দুই আমাদের সৌর জগৎ ছাড়িয়ে কোনদিকে যাচ্ছে এবং সেই প্রসঙ্গে আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা লুব্ধক বা সিরিয়াস নিয়ে আলোচনা করব। মানব সমাজের সঙ্গে এই তারাটির কী সম্পর্ক তা নিয়েও কথা বলব।
মিল্কিওয়ে গ্যালাক্সী, যা আমাদের বাসস্থান, সেটায় ৩০০ থেকে ৫০০ বিলিয়ন তারা আছে। এই তারাগুলির আকার, বয়স ও আলোর তীব্রতা ভিন্ন। এটার কেন্দ্রে আছে একটা বিশাল ব্ল্যাকহোল। আর তারাগুলির মধ্যের এলাকা, যেটাকে আন্তর্নাক্ষত্রিক বা ইন্টারস্টেলার অঞ্চল বলা হয়, সেখানে অনেক গ্যাস ও ধুলিকণা ঘুরে বেরাচ্ছে। গ্যালাক্সীর মোট ভরের প্রায় ৫% এই ইন্টারস্টেলার গ্যাস, আর এই গ্যাসের প্রায় ৭০%, অর্থাৎ গ্যালাক্সির মোট ভরের প্রায় ৩.৫% হচ্ছে হাইড্রোজেন।
গ্যালাক্সির নতুন বাহু পাওয়া গেছে। গ্যালাক্সির নতুন বাহুর অবস্থান ছায়াপথের প্রান্তসীমায় বিশাল গ্যাস ও ধূলিকণার পুঞ্জিভূত এলাকায়। "ক্যাট টেইল" বা বিড়ালের লেজ নামের এই এলাকাটা ঠিক কী, তা নিয়ে বিজ্ঞানীরা এখনো নিশ্চিন্ত নন তবে ধারনা করা হচ্ছে, এটা মিল্কি ওয়ে গ্যালাক্সির নতুন একটা বাহু হতে পারে।