গ্যালাক্সির নতুন বাহু

.

নিবন্ধ

Astronomy | জ্যোতির্বিজ্ঞান

গ্যালাক্সির নতুন বাহু

গ্যালাক্সির নতুন বাহু পাওয়া গেছে। গ্যালাক্সির নতুন বাহুর অবস্থান ছায়াপথের প্রান্তসীমায় বিশাল গ্যাস ও ধূলিকণার পুঞ্জিভূত এলাকায়। "ক্যাট টেইল" বা বিড়ালের লেজ নামের এই এলাকাটা ঠিক কী, তা নিয়ে বিজ্ঞানীরা এখনো নিশ্চিন্ত নন তবে ধারনা করা হচ্ছে, এটা মিল্কি ওয়ে গ্যালাক্সির নতুন একটা বাহু হতে পারে।

 গ্যালাক্সির নতুন বাহু

গ্যালাক্সি নিয়ে দেখুন থিংকের ভিডিও গ্যালাক্সির বাহু সৃষ্টির বিষ্ময়কর কারণ!

 A Huge New Structure Has Been Detected In The Milky Way - And Scientists  Have No Idea What It Is

 মিল্কিওয়ে একটা বিশাল সর্পিলাকার গ্যালাক্সি, যার কেন্দ্রটা স্ফীত, আর সেই কেন্দ্র ঘিরে আছে কয়েলের মত কিছু বাহু যেগুলি তারা, গ্যাস ও ধূলিকণা দিয়ে তৈরি। এই গ্যালাক্সির চারটি বাহু: প্রধান দুই বাহুর নাম স্ক্যাটাম-সেন্টোরাস এবং পার্সিয়াস, আর গৌণ দুইটি বাহু হলো নর্মা এবং স্যাজিটিরিয়াস। পৃথিবী স্যাজিটিরিয়াস বাহুর একটি অংশে অবস্থিত, যার নাম ওরিয়ন স্পার।

 

চায়নার পাঁচশত মিটার ব্যাসের FAST (Five-hundred-meter Aperture Spherical Radio Telescope) টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষনে পাওয়া ছবি অস্ট্রেলিয়া আর জার্মানির দুইটা টেলিস্কোপের পর্যবেক্ষনের ছবির সাথে সমন্বয় করে এই নতুন এলাকাটা খুঁজে পাওয়া গিয়েছে। পৃথিবী থেকে  ৬৮,০০০ আলোক বর্ষ দূরে, প্রায় ৩,৬০০ আলোক বর্ষ জুড়ে বিস্তৃত এই “বিড়ালের লেজ” বাহুর বিস্তৃতি আরো বেশিও হতে পারে। ধারনা করা হচ্ছে, এই বাহুর ভর ৬৫,০০০ টা আমাদের সূর্যের ভরের সমান। 

ছবিঃ Wonderful Engineering থেকে


সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

ছায়াপথে মহাবিশ্বে হাজার হাজার নক্ষত্রের সমষ্টি রয়েছে যা বিভিন্ন আকার ধারণ করে এবং সমস্ত ধরণের আকাশের দেহকে হোস্ট করে। এটি ছায়াপথ সম্পর্কেজিজ্ঞাসা করা হলে একটি ছায়াপথ কি, আমরা বলতে পারি যে এগুলি মহাবিশ্বের বৃহত কাঠামো যেখানে নক্ষত্র, গ্রহ, গ্যাস মেঘ, মহাজাগতিক ধূলিকণা, নীহারিকা এবং অন্যান্য পদার্থগুলি মহাকর্ষের আকর্ষণের ক্রিয়া দ্বারা একসাথে দলবদ্ধ বা বন্ধ করা হয়।