ভূ-তত্ত্ব | Geology

.

জলবায়ু পরিবর্তন: পৃথিবীর সব বরফ সব গলে গেলে কী হবে?

e3-0GKaXbAM

মেরুর সব বরফ গলে গেলে কী হবে? জলবায়ু পরিবর্তন এর ফলে পৃথিবীর মেরুতে জমে থাকা বরফ গলে যেতে শুরু করেছে। বাংলাদেশ বা নেদারল্যান্ডসের মত নিম্নাঞ্চলের দেশগুলো থেকে শুরু করে ডুবে যাচ্ছে নিউ ইয়র্ক, মায়ামি, জাকার্তা, ব্যাংকক, ভেনিস। কিন্তু এই নিম্নাঞ্চলগুলো ডুবে যাওয়া ছাড়াও মেরুর সব বরফ গলে গেলে আমাদের উপর নেমে আসবে আরো বড় ধরণের বিপর্যয়! আজ জলবায়ু পরিবর্তনের ফলে ঘটছে তীব্র দাবানল, প্রবল বন্যা, দীর্ঘ খরা, পৃথিবীব্যাপি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়। সাইবেরিয়ায় অত্যন্ত দ্রুত গলতে থাকা পারমাফ্রস্ট, বা কানাডা- আমেরিকার পশ্চিম দিকে অবিশ্বাস্য রকমের গরমের সাথে অত্যন্ত দ্রুত হারে গলে যেতে শুরু করেছে মেরুর হিমবাহও। আজকের ভিডিওতে, আমেরিকার জ্যাক্সন-ভিল ইউনিভার্সিটির, ইমারজেন্সি ম্যানেজমেন্টের প্রফেসর এবং ডিপার্টমেন্টের প্রধান ড. তানভীর ইসলামের কাছ থেকে জেনে নিবো - মেরুর সব বরফ গলে গেলে কত বড় বিপর্যয় নেমে আসতে পারে মানবসভ্যতা এবং সমগ্র জীবজগতের উপর।

নিবন্ধ

thumb_lizardforelimbtoepad.jpg

জলবায়ু পরিবর্তন ও হ্যারিকেইনের ফলে গিরগিটির ত্বরান্বিত বিবর্তন

অ্যামেরিকার উপকুলের দক্ষিনে ক্যারিবিয়ানের দেশগুলির অক্ষাংশ বাংলাদেশের কাছাকাছি হওয়ার কারনে ঐ দেশগুলির আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতই, এবং ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত দেশগুলি এবং আশেপাশের দ্বীপপুঞ্জগুলি নিয়মিত হ্যারিকেইনের সম্মুখীন হয়। সম্প্রতি গবেষকরা দেখিয়েছেন, এই হ্যারিকেইনের কারনে কিছু গিরগিটির প্রাকৃতিক নির্বাচন ও ফলে বিবর্তন কীভাবে ত্বরান্বিত হচ্ছে।

thumb_warming-strip-bd.png

উষ্ণপট্টি, জলবায়ু পরিবর্তন এবং দুই বাংলা

জলবায়ু পরিবর্তনকে আরও কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্যে ইউনিভার্সিটি অফ রিডিং এর বৈজ্ঞানিক এড হকিং উষ্ণ পট্টি বা ওয়ার্মিং স্ট্রিপ বানান। পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চলের জন্যে এই পট্টি বানানো হয় যেখানে মূলত সেই অঞ্চলের ১০০ বছরের তাপমাত্রাকে বারকোডের মত একটা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

একবার কি ভেবেছেন এই বিপুল পরিমাণ বরফ যদি গলতে শুরু করে তখন কী হবে? আমাদের দেশের আয়তন প্রায় ৫৬ হাজার বর্গমাইল। পৃথিবীর বরফে ঢাকা অঞ্চলের পরিমাণ এরকম কয়েকশো দেশের চেয়েও বেশি। কী হবে যদি একদিন রাতে পৃথিবীর সব বরফ গলে যায়?