জলবায়ু পরিবর্তন ও হ্যারিকেইনের ফলে গিরগিটির ত্বরান্বিত বিবর্তন

.

নিবন্ধ

ভূ-তত্ত্ব | Geology

জলবায়ু পরিবর্তন ও হ্যারিকেইনের ফলে গিরগিটির ত্বরান্বিত বিবর্তন

দেখুন থিংকের ভিডিও মেরুর সব বরফ গলে গেলে কী হবে?

জলবায়ু পরিবর্তন ও হ্যারিকেইনের ফলে গিরগিটির ত্বরান্বিত বিবর্তন

অ্যামেরিকার উপকুলের দক্ষিনে ক্যারিবিয়ানের দেশগুলির নাম আমরা ক্রিকেটের কারনে কিছুটা জানি। বাংলাদেশের কাছাকাছি অক্ষাংশ হওয়ার কারনে ঐ দেশগুলির আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতই, এবং ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত দেশগুলি এবং আশেপাশের দ্বীপপুঞ্জগুলি নিয়মিত হ্যারিকেইনের সম্মুখীন হয়। 


সম্প্রতি গবেষকরা দেখিয়েছেন, এই হ্যারিকেইনের কারনে কিছু গিরগিটির প্রাকৃতিক নির্বাচন ও ফলে বিবর্তন কীভাবে ত্বরান্বিত হচ্ছে।


আমরা প্রায় সবাই বাসার ছাদে বা দেয়ালে টিকটিকি ঝুলে থাকতে দেখেছি। ঠিক কীভাবে টিকটিকি ঝুলে থাকে সেটার উত্তর এই লেখার শেষে দেয়া আছে, কিন্তু সেটার পদ্ধতি যে টিকটিকির পায়ের মাধ্যমে, সেটা আমরা সবাই জানি। তাহলে টিকটিকির দিকে যদি একটা প্রকাণ্ড ফ্যান দিয়ে প্রচুর বাতাস দেয়া হয়, বড় পা হলে কি টিকটিকিটা বেশিক্ষণ ঝুলে থাকবে পারবে? আর যেগুলি ঝুলে থাকতে পারবে না, তাদের কী হবে?


এবার এই একই প্রশ্ন করা যায় ক্যারিবিয় দ্বীপপুঞ্জের গিরিগিটিদের নিয়ে। প্রচণ্ড ঝড়ো বাতাস যখন একটা গিরগিটিকে গাছ থেকে ফেলে দেয়ার চেষ্টা করবে, যে সব গিরিগিটিদের পায়ের আঙ্গুলের পাতা (toepads) বড়, তারা বেশিক্ষণ ঝুলে থাকবে। আর যারা ঝুলে থাকতে পারবে না, তারা পড়ে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যেতে পারে। অর্থাৎ যারা বেশিক্ষণ ঝুলে থাকবে, তারা বেচে থাকবে এবং বংশধর জন্ম দিতে পারবে। সেই বংশধরদের মা-বাবার মতই পায়ের আঙ্গুলের বড় পাতা নিয়ে জন্মানোর সম্ভাবনা বেশি। 


ফলে কয়েক প্রজন্ম পরে দেখা যাবে, ছোট আঙ্গুলের পাতার গিরগিটির সংখ্যা কমছে, বড় আঙ্গুলের পাতার গিরগিটির সংখ্যা বাড়ছে। এবং যখন সেই সব গিরিগিটির প্রজনন হবে, আরো বড় পায়ের আঙ্গুলের পাতা ওয়ালা গিরগিটির প্রাধান্য দেখা দেবে সেই এলাকায়। 


ক্যারিবিয় কিছু দ্বীপপুঞ্জে ২০১৭ সালে দুটি হ্যারিকেইনের পর দেখা গেল, বেচে থাকা গিরগিটিদের মধ্যে বেশিরভাগের আঙ্গুলের পাতার আকার বড়। তাদের পরের প্রজন্মের ভেতরেও একই রকম বড় পাতার প্রাধান্য দেখে কলিন ডনিহিউ ও তার সহযোগী গবেষকরা আরো অতীতের গিরগিটির পায়ের আঙ্গুলের মাপ ও ঝড়ের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করেন। সৌভাগ্যক্রমে গিরগিটির পায়ের মাপের উপাত্ত কয়েক দশক ধরে রাখা হচ্ছিল। আর গত ৭০ বছরে কখন হ্যারিকেইন হয়েছে, সেগুলির তীব্রতা ও তারিখ সংগ্রহ করলেন। ফলাফলঃ প্রতিটা হ্যারিকেইনের ১৮ মাস পরে (পরের প্রজন্ম) প্রায় ২০০টা প্রজাতির গিরিগিটির অধিকাংশের পায়ের পাতার ঝড় থেকে বেচে যাওয়া গিরগিটিগুলির মতই হয়েছে  ( The relative surface area of the toepads of these next-generation lizards was indistinguishable from that of the hurricane survivors)


তাদের গবেষণা PNAS (impact factor 11.2) তে প্রকাশিত হয়েছে [২]। কলিন ডনিহিউ এটার একটু সহজবোধ্য একটা সংস্করণও লিখেছেন [৩] 


নিচের ছবিতে দেখানো হয়েছেঃ

A: রঙ দিয়ে হ্যারিকেইনের তীব্রতা। লাল মানে ঝড় বেশি তীব্র। বৃত্তের ব্যাস দিয়ে সেই এলাকায় গিরগিটির আঙ্গুলের পাতার আকার দেখানো হয়েছে। লাল অর্থাৎ বেশি তীব্র হ্যারিকেইনের এলাকায় বৃত্তের আকার সবচাইতে বড়, অর্থাৎ ঐ এলাকায় গিরগিটির আঙ্গুলের পাতার আকার সবচাইতে বড়

B, C: হ্যারিকেইনের সংখ্যা (x-axis) যত বেশি,  গিরগিটিয়ের আঙ্গুলের পাতার মাপ (y-axis) তত বড়। 


অর্থাৎ জলবায়ু পরিবর্তন ও ঝড়ের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির চাপে প্রাকৃতিক নির্বাচন (natural selection) হয়েছেঃ হয় ঝুলে থাকো, নয়তো মারা যাও। এবং সেই প্রাকৃতিক নির্বাচনে বিবর্তিত হয়ে ক্যারিবিয়ানে এখন পায়ের আঙ্গুলের বড় পাতাওয়ালা গিরিগিটির প্রাধান্য বেশি।  


ছবিঃ [৩] থেকে। 

পুনশ্চঃ প্রশ্ন আসতে পারে, B, C তে কিছু মাপ শূন্যের কম কেন। এটার কারন উপরে বলা হয়েছ—“অধিকাংশের” আঙ্গুলের পাতার মাপ বেড়েছে, কিছুর কমেছে। মাপটা “বেইসলাইন” অর্থাৎ একটা মাপকে স্ট্যান্ডার্ড ধরে শুরু করা হয়েছিল। তাই যে সব দ্বীপে হ্যারিকেইন কম হয়েছে, সেখানে গড় মাপ কমতেও পারে, তবে সব মিলিয়ে বিবর্তনের ধারা পরিষ্কার। 

© 2021 Javed Ikbal

---

[১] টিকটিকি কীভাবে ঝুলে থাকে https://www.facebook.com/thinkbangla/posts/390700569105167 

[২] https://www.pnas.org/content/117/19/10429

[৩] সহজতর লেখা https://colindonihue.com/2020/04/30/hurricane-effects-on-anoles/ 


সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles