উষ্ণপট্টি, জলবায়ু পরিবর্তন এবং দুই বাংলা
দেখুন থিংকের ভিডিও মেরুর সব বরফ গলে গেলে কী হবে?
জলবায়ু পরিবর্তনকে আরও কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্যে ইউনিভার্সিটি অফ রিডিং এর বৈজ্ঞানিক এড হকিং উষ্ণ পট্টি বা ওয়ার্মিং স্ট্রিপ বানান। পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চলের জন্যে এই পট্টি বানানো হয় যেখানে মূলত সেই অঞ্চলের ১০০ বছরের তাপমাত্রাকে বারকোডের মত একটা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়।
এখানে বারক্লে আর্থ টেম্পারেচার ডেটা সেট থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক তাপমাত্রা নিয়ে এই চিত্রটি বানানো। একেবারে সহজ ভাবে বোঝানোর জন্যে গোটা ছবিতে কোন তাপমাত্রার সংখ্যা ব্যবহার করা হয় নি।
এই পট্টিতে দুটি রঙ আছে, নীল আর লাল। মূলত নীল থেকে লাল হওয়া মানে শীতল থেকে উষ্ণতর হওয়া। ১২০ বছরের প্রতি বছরের জন্যে একটি করে লাইন আছে। নিচে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পট্টি দেওয়া হল। দেখার বিষয় হল, দুই বাংলায় অতীতে নীলের ছড়াছড়ি হলেও বর্তমানে লাল রঙের বাড়বাড়ন্ত। অর্থাৎ লাল বাড়ছে, মানে তাপমাত্রা বাড়ছে এই আর কি।
এই লিঙ্কে ক্লিক করে আপনিও বিভিন্ন অঞ্চলের পট্টি বের করে নিতে পারেন।
[মূল লেখা https://www.facebook.com/sobujprithibi2020/posts/253560783285315
সবুজ পৃথিবী-র অনুমতিক্রমে প্রকাশিত]