ভূ-তত্ত্ব | Geology

.

এভারেস্ট কীভাবে এতো উঁচু হলো জানতে হলে ঢুকতে হবে পৃথিবীর গভীরে

3t4ub3vQono

এভারেস্ট! হিমালয়ের মাউন্ট এভারেস্টের চুড়োই পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। হিমালয়ের বুকে এভারেস্টের এই সর্বোচ্চ বিন্দু হতে গিয়ে অতিবাহিত করতে হয়েছে কোটি কোটি বছর। পাচ কোটি বছর আগে ভারতীয় পাত এসে ইউরেশিয়া পাতকে যে বিপুল ধাক্কা দিয়েছিলো তার ফলশ্রুতিতেই আজকে এভারেস্টের উচ্চতা ২৯০৩২ ফুট। আর এই উচ্চতা প্রতি বছরই একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। সেই ধাক্কার ফলে কীভাবে জন্ম হলো এভারেস্টের? আর কেনইবা এভারেস্ট প্রতি বছরই একটু একটু করে উচ্চতায় বাড়ছে? আজকের এই নতুন ভিডিওতে ভূতত্ত্বের প্রফেসর ড. নেপচুন শ্রীমালের সাথে আমরা জেনে নিবো এভারেস্ট সম্পর্কিত এই প্রশ্নগুলোর উত্তর।

নিবন্ধ

thumb_15745049_403.jpg

এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী কে? এভারেস্ট বিজয়ী বাংলাদেশী কারা?

এভারেস্ট বিজয়ী বাংলাদেশী এখন পর্যন্ত পাঁচ জন। এভারেস্ট জয় বাংলাদেশীদের জন্য একসময় স্বপ্ন হলেও এখন সেটি বাস্তবতা। আর এই স্বপ্ন প্রথম সার্থক করেছেন মুসা ইব্রাহীম। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী হলেন মুসা ইব্রাহীম।

thumb_everest-2.png

এভারেস্টের উচ্চতা কত? নেপাল-চীন দ্বিমত, অবশেষে সমঝোতা। উচ্চতা বেড়েছে প্রায় এক মিটার

এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের চুড়োই পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। কোন কোন ভূতত্ত্ববিদ মনে করেন ২০১৫ সালের ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতা বদলেছে। নেপাল এবং চীন যৌথভাবে ঘোষণা করেছে যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা আগের সরকারি পরিমাপের চেয়ে ৮৬ সেন্টিমিটার বেড়েছে।

thumb_everest-deadbody.jpg

কেনো মাউন্ট এভারেস্ট থেকে বেরিয়ে আসছে প্রাচীন সব লাশ?

বিবিসির রিপোর্ট অনুসারে, এভারেস্টের গলিত হিমবাহ থেকে বেরিয়ে আসে মৃত মানুষের লাশ। এভারেস্ট পর্বতের উঁচু চূড়ায় ভ্রমণ বিশ্বের অন্যতম ভয়ানক একটি কাজ কারণ এ যাত্রা বিশ্বাসঘাতক, বিপুল প্রতিবন্ধকতায় পরিপূর্ণ। এখানে আছে পতনশীল বরফ, বিচ্ছিন্ন ভূখণ্ড, বিকট তাপমাত্রা এবং অবিশ্বাস্য উচ্চতা যা আপনার উচ্চতাজনিত অসুস্থ্যতাও ( Altitude Sickness) তৈরি করতে পারে। প্রায় ৫০০০ মানুষ সফলতার সাথে এভারেস্টে আরোহন করলেও ২০১৯ সালের গার্ডিয়ানের সূত্রমতে, ৩০০ জন পর্বাতারোহী পথিমধ্যেই মৃত্যুবরণ করেছেন।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles