এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী কে? এভারেস্ট বিজয়ী বাংলাদেশী কারা?

.

নিবন্ধ

ভূ-তত্ত্ব | Geology

এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী কে? এভারেস্ট বিজয়ী বাংলাদেশী কারা?



এভারেস্ট বিজয়ী বাংলাদেশী এখন পর্যন্ত পাঁচ জন। এভারেস্ট জয় বাংলাদেশীদের জন্য একসময় স্বপ্ন হলেও এখন সেটি বাস্তবতা। আর এই স্বপ্ন প্রথম সার্থক করেছেন মুসা ইব্রাহীম। তিনিই এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী।

এভারেস্টের উচ্চতা কেন প্রতি বছর বৃদ্ধি পায় এ নিয়ে জানতে দেখুন, থিংকের ভিডিও "এভারেস্ট কীভাবে এতো উঁচু হলো জানতে ঢুকতে হবে পৃথিবীর গভীরে"

২৩ মে, ২০১০ সালে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন। তার পদাঙ্ক ধরে পরের বছর ২১ মে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মোহাম্মাদ আব্দুল মুহিত।

১৯ মে, ২০১২ সালে প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার৷ এক সপ্তাহ পরেই ২৬ মে তারিখে আরেক বাংলাদেশী নারী ওয়াশফিয়া নাজরীন এভারেস্ট জয় করেন।

নিশাত মজুমদার ২০০৩ সালে এভারেস্ট বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কেওক্রাডং জয় করেন৷

এখন পর্যন্ত এভারেস্ট জয়ী সর্বশেষ বাংলাদেশী হলেন মোহাম্মাদ খালেদ হোসাইন। ২০ মে, ২০১৩ সালে তিনি এভারেস্ট জয় করেন।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

২৩ মে, ২০১০ সালে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন। তার পদাঙ্ক ধরে পরের বছর ২১ মে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মোহাম্মাদ আব্দুল মুহিত।