Astronomy | জ্যোতির্বিজ্ঞান

.

ছায়াপথের বাইরের গ্যালাক্সিগুলো কীভাবে আবিষ্কার হলো?

jp91O9Vcxmo

গ্যালাক্সি নিয়ে আমরা আজকে আবার একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম আমাদের ছায়াপথ গ্যালাক্সির ভিতরে সূর্য কীভাবে ঘোরে এবং গ্যালাক্সিতে কত তারা আছে। আজ আমরা দীপেনদার কাছ থেকে জানব কীভাবে আমরা জানলাম যে আমাদের ছায়াপথ গ্যালাক্সি ছাড়াও আরো হাজারো গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে? এই সিরিজে কয়েকটি ভিডিওতে আমরা ধীরে ধীরে ঢুকে যাবো সেই গ্যালাক্সিগুলোর ভিতরে এবং জেনে নেব এই গ্যালাক্সিগুলোর গতিপথ নিয়ে - কীভাবে তারা ভ্রমণ করছে আমাদের এই অনন্ত মহাবিশ্বে।

নিবন্ধ

thumb_galaxy-primitive.jpg

গ্যালাক্সি: ছায়াপথের বাইরে আরো অনেক উজ্জ্বল গ্যালাক্সি আবিষ্কৃত

সম্প্রতি আন্তর্জাতিক জোতির্বিদগণের একটি দল অত্যন্ত আদিম মহাবিশ্বের ১৩৩ টি উজ্জ্বল গ্যালাক্সি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, যেগুলো ধারনা করা হচ্ছে প্রথম প্রজন্মের নক্ষত্র নিয়ে গঠিত।

thumb_galaxy-collission.jpg

গ্যালাক্সি কী? মিল্কিওয়ে গ্যালাক্সির সঙ্গে এন্ড্রোমিডা গ্যালাক্সির সংঘর্ষ

সব ছায়াপথগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে না, কিছু কিছু ছায়াপথের কিন্তু একে অপরের দিকে ছুটে আসছে, এবং সংঘর্ষও হচ্ছে। ছায়াপথগুলোর ভিতর এই ছুটে আসা এবং সংঘর্ষ হবার কারণ হচ্ছে মহাকর্ষীয় শক্তি (Gravitational Force)। ছায়াপথগুলোর ভিতর যদি অদৃশ্য শক্তির (Dark Energy) থেকে মহাকর্ষীয় শক্তি বেশি থাকে তাহলে ছায়াপথগুলো একে অন্যের দিকে ছুটে আসে এবং সংঘর্ষ হবার সম্ভাবনা বেড়ে যায়। মিল্কিওয়ে গ্যালাক্সিরও একদিন সংঘর্ষ হবে আমাদের প্রতিবেশি এন্ড্রোমিডা গ্যালাক্সির সাথে।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

thinkschool মহাকাশের রহস্য এবং সীমাহীন জ্ঞানচর্চার উঁচু মানের, বিশেষজ্ঞ-সমর্থিত ভিডিও তৈরি করে। তবে thinkschool এর লক্ষ্য একটাই – নানান বিষয় সম্পর্কে জ্ঞান ও আনন্দ বিতরণ এবং আগ্রহীদের এগুলো নিয়ে ভাবতে, চিন্তা করতে এবং কৌতূহলী হয়ে উঠতে উৎসাহিত করা।