Astronomy | জ্যোতির্বিজ্ঞান

.

সূর্য কেন নিভে যায় না? | Why Doesn't the Sun Burn Out? | Think Bangla

My8jNH13z_4

সূর্য কেন জ্বলন্ত দেশলাইকাঠির মতো পুড়ে শেষ হয়ে যাচ্ছে না কয়েকশ' কোটি বছর ধরে জ্বলার পরেও? কেন তার জ্বালানি ফুরিয়ে যায় না? কোয়ান্টাম পদার্থবিদ্যার আলোয় সেই রহস্য জেনে নিন এই ভিডিওতে।

নিবন্ধ

thumb_sun1.jpg

সূর্য সম্পর্কে ১০ টি তথ্য

আমাদের সূর্য, সোলার সিস্টেমের হৃদপিন্ড, একটি হলুদ বামন তারা, উজ্জ্বল গ্যাসের একটি উত্তপ্ত গোলক। এর গ্রেভেটি সোলার সিস্টেমকে একত্রে ধরে রাখে, বিশাল গ্রহ থেকে শুরু করে কক্ষপথের অতি ক্ষুদ্র একটি পার্টিকেলের ধ্বংসাবশেষ। সূর্যের বৈদ্যুতিক স্রোত চৌম্বক ক্ষেত্র তৈরি করে সোলার সিস্টেমের ভেতর সৌর বায়ু দ্বারা সঞ্চালিত হয় __ ইলেক্ট্রিক্যাল চার্যযুক্ত গ্যাসের স্রোতধারা সূর্য থেকে সব দিকে সমানভাবে ধাবমান। সূর্য আমাদের সৌরজগতের সবচেয়ে বড় বস্তু যা সৌরজগতের মোট ভরের ৯৯.৮% ধারণ করে। যদিও এটি আমাদের নিকট দেখতে অনেক বড়, সূর্য আসলে অন্য নক্ষত্রগুলো থেকে বৃহৎ নয়।

thumb_sun.jpg

সূর্য সংক্রান্ত সবচেয়ে ধাঁধাময় রহস্যের সমাধান

বর্তমানে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির শিন-নোসুকে ইশিয়াওয়ার সৌজন্য আমরা এই ধরনের ঘটনা পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। ২০১৪ সালে প্রেরিত নাসার প্রেরিত FOXI-2 নামের একটি রকেটে ছোট একটি মাত্র জানালা ছিলো সূর্য হতে নির্গত এক্সরে বিকিরণ পরিমাপ করার জন্য।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

thinkschool মহাকাশের রহস্য এবং সীমাহীন জ্ঞানচর্চার উঁচু মানের, বিশেষজ্ঞ-সমর্থিত ভিডিও তৈরি করে। তবে thinkschool এর লক্ষ্য একটাই – নানান বিষয় সম্পর্কে জ্ঞান ও আনন্দ বিতরণ এবং আগ্রহীদের এগুলো নিয়ে ভাবতে, চিন্তা করতে এবং কৌতূহলী হয়ে উঠতে উৎসাহিত করা।