সূর্য সম্পর্কে ১০ টি তথ্য

.

নিবন্ধ

Astronomy | জ্যোতির্বিজ্ঞান

সূর্য সম্পর্কে ১০ টি তথ্য

সূর্য


সূর্য সম্পর্কে অজানা তথ্য। সূর্য সম্পর্কে আমরা আজকে জানবো অজানা ১০ টি তথ্য। সূর্য সম্পর্কে যে তথ্যটি আমরা সবাই জানি তা হলো সূর্য একটি নক্ষত্র। সূর্য পৃথিবীসহ পুরো সৌরজগতের অস্তিত্বের চাবিকাঠি৷ আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র এই সূর্যের অনেক বৈশিষ্ট্য সত্যিই বিস্ময়কর৷ বিজ্ঞানীরা একের পর এক রহস্য উন্মোচন করায় সূর্য সম্পর্কে আমাদের জ্ঞান ধীরে ধীরে বাড়ছে৷ আমাদের সূর্য, সোলার সিস্টেমের হৃদপিন্ড, একটি হলুদ বামন তারা, উজ্জ্বল গ্যাসের একটি উত্তপ্ত গোলক। এর গ্রেভেটি সোলার সিস্টেমকে একত্রে ধরে রাখে, বিশাল গ্রহ থেকে শুরু করে কক্ষপথের অতি ক্ষুদ্র একটি পার্টিকেলের ধ্বংসাবশেষ। সূর্যের বৈদ্যুতিক স্রোত চৌম্বক ক্ষেত্র তৈরি করে সোলার সিস্টেমের ভেতর সৌর বায়ু দ্বারা সঞ্চালিত হয় __ ইলেক্ট্রিক্যাল চার্যযুক্ত গ্যাসের স্রোতধারা সূর্য থেকে সব দিকে সমানভাবে ধাবমান।
সূর্য আমাদের সৌরজগতের  সবচেয়ে বড় বস্তু যা সৌরজগতের মোট ভরের  ৯৯.৮% ধারণ করে। যদিও এটি আমাদের নিকট দেখতে অনেক বড়, সূর্য আসলে অন্য নক্ষত্রগুলো থেকে বৃহৎ নয়।
আমাদের পৃথিবী সূর্য থেকে ৯৩ মিলিয়ন মাইল দূর থেকে আবর্তিত হয়। সূর্য ও নক্ষত্রের মাঝে সংযোগ ও আন্তঃক্রিয়া আমাদের গ্রহের ঋতু, সমূদ্রের প্রবাহ, আবহাওয়া, জলবায়ু, রেডিয়েশন বেল্ট ও অরোরা পরিচালনা করে। যদিও এটি আমাদের কাছে বিশেষ, এখানে রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র যা মিল্কিওয়ে গ্যালাক্সিতে ছড়িয়ে আছে।

সূর্য সম্পর্কে অজানা যে ১০ টি তথ্য আপনার জানা প্রয়োজনঃ

১) সূর্য যদি একটি সাধারণ সামনের দরজার সমান হতো তবে পৃথিবী হতো সেখানে একটি ক্ষুদ্র কয়েনের মতো।
২) সূর্য আমাদের সোলার সিস্টেমের কেন্দ্র যা সিস্টেমের ৯৯.৮% ম্যাস তৈরি করে।
৩) নিরক্ষরেখায়, সূর্য প্রতি ২৫ দিনে একবার ঘুরছে কিন্ত তার মেরুতে সূর্য প্রতি ৩৫ দিনে একবার নিজের অক্ষে ঘুরছে।
৪) একটি নক্ষত্র হিসেবে, সূর্য হলো গ্যাসের একটি বল ( ৯২.১% হাইড্রোজেন এবং ৭.৮% হিলিয়াম) যেটি তার নিজস্ব গ্রেভেটির প্রভাবে নিজেকে অবরুদ্ধ করে রেখেছে।
৫) সূর্যের কোনো রিং নেই।
৬) অজস্র স্পেসক্রাপট নিরবিচ্ছিন্নভাবে সূর্যকে পর্যবেক্ষণ করছে যা আমাদেরকে স্পেস ওয়েদারের দিকে চোখ রাখতে সাহায্য করে যা স্যাটেলাইট ও এস্ট্রোনাটদের প্রভাবিত করে।
৭) সূর্যের সুতীব্র এনার্জি ছাড়া, পৃথিবীতে কোন লাইফ থাকা সম্ভব নয়।
৮) সূর্যের কেন্দ্র ২৭ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট ( ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস)।
৯) সূর্যকে আটটি প্লানেট আবর্তন করে, অন্তত ৫ টি বামন গ্রহ , ১০ হাজার এস্টারয়েড এবং প্রায় তিন ট্রিলিয়নেরও বেশি কমেট ও বরফজাতীয় পদার্থ।
১০) সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ মাঝেমাঝেই ডার্কস্পোট, এটি হলো সুতীব্র চৌম্বকীয় সক্রিয় এলাকা, যা সৌর বিস্ফোরণে নেতৃত্ব দেয়।

শিশুদের-বন্ধু সূর্যঃ

সূর্য একটি নক্ষত্র। এমন অনেক নক্ষত্র আছে। কিন্ত সূর্য পৃথিবী থেকে অনেক কাছে। এটি আমাদের সোলার সিস্টেমের কেন্দ্র। সূর্য হলো উজ্জ্বল গ্যাসের একটি বল।এটি আমাদের পৃথিবীকে উষ্ণ রাখে, জীবিত বস্তুর জীবনের জন্য, এটি আমাদেরকে আলো দেয় যে আলো দিয়ে আমরা মহাবিশ্বকে দেখি এবং তাকে।
আটটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমরা যেটাকে কক্ষপথ বলি। সে প্লানেটগুলো হলো, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস ও নেপচুন। সূর্যকে কেন্দ্র করে অজস্র ক্ষুদ্র জগত ঘুরে বেড়ায়। প্লুটো একটি বামন গ্রহ যেটি বৃহস্পতি থেকে দূরে। অজস্র এস্টারয়েড ও কমেট রয়েছে তারাও সূর্যকে কেন্দ্র করে ছোটে।

তথ্যসূত্রঃ

Solar System Exploration, NASA

- অ্যান্ড্রোস লিহন


সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

সূর্য পৃথিবীর জীবজগতের অস্তিত্বের চাবিকাঠি৷ আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের অনেক বৈশিষ্ট্য সত্যি বিস্ময়কর৷ বিজ্ঞানীরা একের পর এক রহস্য উন্মোচন করায় সূর্য সম্পর্কে আমাদের জ্ঞান ধীরে ধীরে বাড়ছে৷