মিথ বাস্টিং | Myth busting

.

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য

_tCZfY1kByk

বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য কী? বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের সমাধান কীভাবে হয়েছে? বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য ধারনাটি একটি গাঁজাখুরি ব্যাপার। জাহাজ এবং উড়োজাহাজ বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত পুয়ের্তো রিকো, ফ্লোরিডা এবং বারমুডার মধ্যবর্তী স্থানে হারিয়ে যায় না বা যে পরিমানে হারিয়ে যায় তা পৃথিবীর অন্য যে কোনো স্থানের সাথে তুলনীয়। ১৯৪৫ সালের ডিসেম্বরের ৫ তারিখ - বেশ ঝরঝরে একটি সকাল। ৫ টি অত্যাধুনিক আমেরিকান এভেঞ্জারস বোমারু বিমান ফ্লোরিডা থেকে মহড়ার উদ্দেশ্যে উড়াল দিল আকাশে। ফ্লোরিডা থেকে বাহামা হয়ে বারমুডা গিয়ে আবার ফ্লোরিডা পর্যন্ত ত্রিভুজাকার একটি যাত্রাপথ। দলের কমান্ডার চার্লস টেইলর খেয়াল করলেন কম্পাস ঠিকমতো কাজ করছে না। কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করলে তারা বললেন তখনকার অবস্থান কিওয়েস্ট থেকে উত্তরে সোজা মায়ামির দিকে চলে আসতে। হঠাৎ, টেইলরের সাথে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল! পাঁচ পাঁচটি বিমান বেমালুম গায়েব! শুধু তাই নয়, এদেরকে উদ্ধার করার জন্য যে বিমানটি পাঠানো হলো তারও আর কোন খোঁজ পাওয়া গেলনা!

নিবন্ধ

thumb_bermuda-triangle-03.jpg

বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই অন্য এলাকা থেকে বিপদজনক?

অনেকে মনে করতো বারমুডা ট্রায়াঙ্গল আসলে পঞ্চম মাত্রার উপস্থিতির প্রমাণ। আবার কেউ মনে করে, এটি আসলে একটি টাইমমেশিন বা ওয়ার্মহোল যা একসময় থেকে অন্য সময়ে নিয়ে যায়। ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ার্তো রিকো এ তিনটি সামূদ্রিক বিন্দুকে জ্যামিতিকভাবে যে ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকেই মূলত বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়। আসলেই কি বারমুডা ট্রায়াঙ্গল অন্য এলাকা থেকে বিপদজনক?

thumb_bermuda-triangle-02.jpg

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উন্মোচিত

রমুডা ট্রায়াঙ্গেলের ধারনাটি একটি গাঁজাখুরি ব্যাপার। জাহাজ এবং উড়োজাহাজ বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত পুয়ের্তো রিকো, ফ্লোরিডা এবং বারমুডার মধ্যবর্তী স্থানে হারিয়ে যায় না বা যে পরিমানে হারিয়ে যায় তা পৃথিবীর অন্য যে কোনো স্থানের সাথে তুলনীয়। পরিসংখ্যানের হিসেবে এই স্থানের আলাদা গুরুত্ব নেই। যদিও প্রাকৃতিক অনেক পদ্ধতিতেই নৌকা বা জাহাজ সমুদ্রে ডুবে যেতে পারে তবে বারমুডা ট্রায়াঙ্গেলে তেমন কোনো কিছুর অস্তিত্ব নেই বললেই চলে।

thumb_bermuda-triangle-01.jpg

বারমুডা ট্রায়াঙ্গেল: রহস্য না প্রতারণা?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, বাহামা দ্বীপ এবং ক্যরিবীয়ান দ্বীপ এই তিনটি স্থানকে নিয়ে যে ত্রিভুজাকার এলাকা পাওয়া যায় সেটাই বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল এর রহস্যময়তার জন্য সবার কাছেই কম বেশী পরিচিত। যেসব রহস্যময় ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে শোনা যায় সেগুলো হল: ১. বারমুডা ট্রায়াঙ্গেলে প্রায়শ:ই নৌযান দুর্ঘটনার কবলে পড়ে নিশ্চিন্থ হয়ে যায়। ২. বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে বিমান উড়ে গেলে তার আর হদিস পাওয়া যায় না। ৩. এই এলাকায় কম্পাসের কাঁটা এলোমেলো দিক নির্দেশনা দেয়।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles