বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই অন্য এলাকা থেকে বিপদজনক?

.

নিবন্ধ

মিথ বাস্টিং | Myth busting

বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই অন্য এলাকা থেকে বিপদজনক?

অনেকে মনে করতো বারমুডা ট্রায়াঙ্গল আসলে পঞ্চম মাত্রার উপস্থিতির প্রমাণ। আবার কেউ মনে করে, এটি আসলে একটি টাইমমেশিন বা ওয়ার্মহোল যা একসময় থেকে অন্য সময়ে নিয়ে যায়। ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ার্তো রিকো এ তিনটি সামূদ্রিক বিন্দুকে জ্যামিতিকভাবে যে ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকেই মূলত বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়! এটাকে ঘিরে রচিত হয়েছে সমস্ত পৃথিবীতে অজস্র মিথ এবং খরচ হয়েছে হাজার হাজার পৃষ্ঠা। The deadly Bermuda Tringle নামক আর্টিকেলটি যতটা এর রহস্য উন্মোচন করেছে, তার চেয়ে বেশি রহস্যঘন করার চেষ্টা করা হয়েছে এই ট্রায়াঙ্গলকে। ডেঞ্জারাস ওয়াটার নামেও অনেক সময় চিহ্নিত করা হয় এটিকে। মূলত সমূদ্রের যে এলাকায় প্রচুর পরিমাণ শিপ চলে সেখানে এক্সিডেন্টের পরিমাণ অপেক্ষাকৃত কম সক্রিয় এলাকাগুলো থেকে বেড়ে যায়। এজন্য বারমুডা ট্রায়াঙ্গলে মাঝেমাঝেই হারিকেন দেখা দেয়। বারমুডা ট্রায়াঙ্গলের আর একটি খুব সাধারণ এক্সপ্লেইনেশন রয়েছে ম্যাগনেটিজমের উপর নির্ভর করে। পৃথিবীর ম্যাগনেটিক নর্থ পোল এর জিওগ্রাফিক নর্থপোলের মতো নয়, এর মানে হলো কম্পাস সবসময় এক্স্যাক্টলি নর্থপোলকে নির্দেশ করেনা।

বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে দেখুন থিংকের ভিডিও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য


File:বারমুডা ট্রায়াঙ্গেল বা বারমুডা ত্রিভুজ.svg - Wikimedia Commons

আর একটি তত্ত্ব অনুসারে, বারমুডা ট্রায়াঙ্গলে বড় মাপের কোন ম্যাগনেটিক ব্যতিক্রম রয়েছে, এটি এমন একটি এলাকা যেখানে আর্থ ম্যাগনেটিক লাইন বক্র হয়ে যায়। আর এ জন্য নেভিগেশন মিস্টেক দেখা দেয়। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গল যে এরকম কোন অস্বাভাবিক ম্যাগনেটিক অস্বাভাবিকতা সৃষ্টি করে তারও কোন প্রমাণ পাওয়া যায়নি।। আবার কেউ কেউ বলে, বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ ডুবে যাওয়ার কারণ ভূগর্ভস্থ মিথেন মজুদ থেকে বের হওয়া বিশাল বুদবুদ। কিন্তু এ ধরণের ঘটনা ১৫,০০০ বছর আগে একবারই ঘটেছিল। আবার কেউ কেউ বলে এর কারণ Huge Wave! ডিস্কভারি ম্যাগাজিনে বলা হয়, বারমুডা ট্রায়াঙ্গলের মূল রহস্য মানব মনে। আমরা এক্সেপশনাল কোন ঘটনা বেশি মনে রাখি__ যেমন কোন একটি শিপ ব্যাখ্যাতীতভাবে ডুবে গেছে! ব্যাখ্যাতীত বিষয়ের প্রতি আমাদের বিবর্তনীয় একটা প্রবণতা আছে! আরো একটি ব্যাপার হলো Frequency illusion যেটাকে Baader -meinhof Effect বলে। এর মূল কথা হল, আমরা যখন কোন কিছু একবার দেখি সেটাকেই বারবার চারপাশে দেখতে পাই।

থিংকের এ ভিডিও থেকে আমরা ট্রায়াঙ্গেলের সঠিক ব্যাখ্যা পাবো আর এটাও জানবো যে বারমুডা ট্রায়াঙ্গল আসলেই অন্য এলাকা থেকে ডেঞ্জারাস কিনা।
- অ্যান্ড্রোস লিহন

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

‘বারমুডা ট্রায়াঙ্গল’ নামটা প্রথম দেন ভিনসেন্ট এইচ গ্যাডিস, সেই ১৯৬৪ সালে। তিনি উত্তর আটলান্টিক সাগরের এক নামহীন জায়গায় অদ্ভুত সব হারিয়ে যাবার ঘটনা থেকে এ জায়গার নাম দেন বারমুডা ত্রিভুজ।