কীভাবে সৃষ্টি হলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, অর্থ্যাৎ আমাদের এই বঙ্গীয় বদ্বীপ? আমরা কি জানি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশের সৃষ্টির পিছনে লুকিয়ে আছে মহাদেশীয় পাতগুলোর ভয়ঙ্কর সব সংঘর্ষ, কোটি কোটি বছর ধরে ৪-৫টি মহাদেশ ও ভূখণ্ড থেকে আসা পলিমাটি আর পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালাসহ আরো অনেকগুলো পর্বতমালার জেগে ওঠার গল্প?
বদ্বীপ : মোহানার কাছে নদীর গতিবেগ একেবারে কমে যায়। তাই এখানে নদী দ্বারা পরিবাহিত প্রায় সমস্ত পদার্থ নদীবক্ষে সঞ্চিত হতে থাকে। এইভাবে সঞ্চয়ের ফলে নদীবক্ষে একটি মাত্রাহীন বাংলা ‘ব’ বা গ্রিক অক্ষর ‘∆’ডেল্টার মত দ্বীপের সৃষ্টি হয়। একে বদ্বীপ বলে। বৈশিষ্ট্য : •নদীর সঙ্গে সমুদ্র তরঙ্গ বাহিত পলি নিম্নাংশে ক্রমাগত ভরাট হয়ে গঠন করে। •মুল নদী থেকে যেখানে শাখা নদী বিভক্ত হয় সেটাই বদ্বীপের শীর্ষবিন্দু। উদাহরণ : গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বাংলা বা বঙ্গীয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।