পরিবেশ ও প্রকৃতি | Environment

.

বজ্রপাতে কেন এত মানুষ মারা যায়?

bG1MJSrGaFM

বাংলাদেশে প্রতি বছর ২০০ জনের বেশি মানুষ মারা যান বজ্রপাতে। ২০২১ সালে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৮২। এই তো কিছুদিন আগে এক বরযাত্রীদলেই মারা গিয়েছেন সতেরো জন। প্রতি বর্গ কিলোমিটারে বাৎসরিক বজ্রপাতের সংখ্যার দিক দিয়ে হিসেব করলে বাংলাদেশ বিশ্বের প্রায় শীর্ষে আছে। ফিনল্যান্ডের বজ্রপাতবিষয়ক গবেষণা সংস্থা ভাইসালার ম্যাপে দেখা যাচ্ছে, বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৫০টা বজ্রপাত হয়, অর্থাৎ বছরে প্রায় ৬৫ লক্ষ বজ্রপাত ঘটে।

নিবন্ধ

thumb_lightning-2.png

বজ্রপাত কেন হয়? বজ্রপাত থেকে নিরাপদ থাকবেন কীভাবে?

বজ্রপাত কেন হয়? বজ্রপাত থেকে নিরাপদ থাকবেন কীভাবে? আপনি কি জানেন: - বজ্রপাতের সময় বাসার বাথরুমে শাওয়ার নেয়া বা বেসিনে বাসন মাজা অনিরাপদ হতে পারে; কারন ছাদে পানির ধাতব পাইপে বজ্রপাত হয়ে সেটা পানি বেয়ে শরীরে আঘাত করতে পারে - বাসার কনক্রিটের ফ্লোরে রড থাকতে পারে। এবং সেই রড যদি ছাদের খোলা রডের সাথে সংযুক্ত থাকে, তবে ছাদের রডে বজ্রাঘাত হলে সেটা ফ্লোরের রডে এত বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারে যে সরাসরি রড না ছুঁয়েও শুধু ফ্লোরে বসে/শুয়ে থাকা মানুষ আহত হতে পারে।

thumb_thunder.jpg

২৩ জেলায় বজ্রপাত ছাউনি তৈরি হচ্ছে

বজ্রপাতে প্রাণহানি কমাতে তালগাছ লাগানোর পাশাপাশি এবার ‘লাইটার অ্যারেস্টার’সহ বজ্রপাত নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। হাওরাঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এসব ছাউনি নির্মাণে ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles