পরিবেশ ও প্রকৃতি | Environment
২৩ জেলায় বজ্রপাত ছাউনি তৈরি হচ্ছে
বজ্রপাত নিয়ে দেখুন থিংকের ভিডিও বজ্রপাতে কেন মানুষ মারা যায়
বজ্রপাতে প্রাণহানি কমাতে তালগাছ লাগানোর পাশাপাশি এবার ‘লাইটার অ্যারেস্টার’সহ বজ্রপাত নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। হাওরাঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এসব ছাউনি নির্মাণে ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে (পাইলট প্রকল্প) হাওর এলাকায় এক কিলোমিটার পরপর এক হাজার বজ্রপাত নিরোধক ছাউনি নির্মাণ করা হবে। প্রতিটি ছাউনির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা। এক কিলোমিটার পরপর এসব নির্মাণ করা হবে, এ জন্য যাতে মেঘ ডাকার শব্দ শুনে মাঠের কৃষকসহ সাধারণ মানুষ ছাউনিতে আশ্রয় নিতে পারেন। তার সাথে মোবাইল অ্যাপ দিয়ে মানুষকে সাবধান করার পরিকল্পনাও করা হচ্ছে।