ডাইনোসর কি সিনেমার ডাইনোসরদের মত ছিল? ডাইনোসর নিয়ে জুরাসিক পার্ক বা জুরাসিক ওয়ার্ল্ডের মত হাজার হাজার সিনেমা আছে। এই প্রকাণ্ড ডাইনোসরগুলো সিনেমার দর্শকদের মুগ্ধ করেছে, ডাইনোসর নিয়ে প্রবল আকর্ষণ সৃষ্টি করেছে। যদি বলি সিনেমায় যে ডাইনোসরদের দেখায় সেগুলো আজগুবি, ভুলভাল ডাইনোসর? বা যদি বলি সত্যিকারের ডাইনোসরেরা সিনেমার মত ছিল না, তাহলে কি বিশ্বাস করবেন? জুরাসিক ওয়ার্ল্ড সিনেমার কন্সাল্ট্যান্ট প্রফেসর এবং জীবাশ্মবিদ ডঃ সুমিডার কাছ থেকে আজ আমরা জেনে নেব, সিনেমার দেখানো ডাইনোসরদের মতই কি ছিল আসল ডাইনোসরেরা? নাকি এসব শুধুই কল্প কাহিনী? চলুন দেখে নেই বাস্তবে ডাইনোসরেরা কেমন ছিল?
হঠাৎ যদি একদিন ডাইনোসর এর কংকাল পেয়ে যান, তবে কেমন লাগবে আপনার? অনেক আগে থেকেই ডাইনোসর এর প্রতি মানবজাতির অন্যরকম আকর্ষণ রয়েছে। বিভিন্ন ফসিল এবং অন্যান্য উপাদানের সাহায্যে ডাইনোসর নিয়ে গবেষণা চলে আসছে আজ বহুদিন। আর “জুরাসিক ওয়ার্ল্ড” এর দৌলতে ডায়নোসর নিয়ে তো আগ্রহী ছোট বড় সবাই।