তথ্য প্রযুক্তি | Information & Technology

.

কেন ডাউন হয়ে গেল ফেসবুক?

7cJ85ltVP2c

ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিলো! ফেসবুক শত শত কোটি মানুষের যোগাযোগের মাধ্যম, বিনোদনের মাধ্যম, এমনকি ব্যাবসা বা উপার্জনের মাধ্যম, কিন্তু সেদিন ফেসবুক এবং তার মালিকানাধীন ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর গেমিং কোম্পানি অকুলাস উধাও হয়ে গিয়েছিল ইন্টারনেট থেকে ৫-৬ ঘন্টার জন্য। কেউ কেউ প্রিয়জনের সাথে যোগাযোগ না করতে পেরে হতাশায় বা দুশ্চিন্তায় ভুগছিলেন। ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে গেল কি না, তাই নিয়ে আতংকে ছিলেন অনেকে। অনেকে ভেবেছিলেন তাদের ইন্টারনেট রাউটারে সমস্যা হয়েছে। আবার কেউ কেউ ফেসবুক না থাকায় সেদিন মনোযোগ দিয়ে কাজ করতে পেরেছিলেন। কিন্তু আসলে কি হয়েছিল সেদিন? কীভাবে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা কম্পিউটার কেন্দ্রগুলি হারিয়ে গিয়েছিল ইন্টারনেট থেকে? আজকে থিংকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নেব থিংকের বন্ধু, বহুজাতিক কোম্পানির প্রধান সাইবার-নিরাপত্তা কর্মকর্তা এবং ব্র্যান্ডাইস ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট প্রফেসর জাভেদ ইকবালের কাছ থেকে।

নিবন্ধ

thumb_youtube-banned-2.jpg

কেন বন্ধ হলো ফেসবুক? বিজিপি ডুবালো ইউটিউব কে

কেন বন্ধ হলো ফেসবুক? ফেসবুক বন্ধ হয় কীভাবে? ২০০৮এ পাকিস্তানের সরকারের বিরোধীতা করা কিছু ভিডিও যাতে পাকিস্তানে না দেখা যায়, তাই সরকারি আইএসপি পাকিস্তান টেলিকম ইউটিউবকে ব্লক করতে গিয়েছিল, কিন্তু একটা ভুলের কারনে তারা ইন্টারনেটথেকেই মুছে দিয়েছিল ইউটিউবকে। কীভাবে? চলুন জানি সেটা

thumb_facebook-down.jpg

বিজিপি ডুবালো ফেইসবুক কে

ফেইসবুকের একটা সেবা সংরক্ষণ সিস্টেম আছে যেটা দিয়ে তারা নষ্ট কম্পিউটার বা কম্পিউটার কেন্দ্রকে সেবার তালিকা থেকে দূরে রাখে, এবং সেটা করা হয় বিজিপি দিয়েই। সিস্টেমটা যখন দেখেছে যে কম্পিউটার কেন্দ্রগুলির সাথে যোগাযোগ করতে পারছে না, সেটা সারা ইন্টারনেটকে জানিয়ে দিয়েছে, এই ঠিকানাগুলি আর নাই। সমস্যা হয়েছে, যেহেতু এই “নাই” তালিকায় ছিল সারা ফেইসবুকের সব কম্পিউটারের ঠিকানা। ফলে সারা ফেইসবুক মুছে গিয়েছিল ইন্টারনেট থেকে।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles