চাঁদে কি জমি কেনা যায়? আপনি কি চাঁদের মালিক হতে চান? চাঁদে জমি কেনা যায়। শুধু চাঁদে নয়, চাইলে সৌরজগতের অন্যান্য গ্রহেও আপনি জমি কিনতে পারবেন। তবে সেই জমি হবে শুধুই কাগজে-কলমে। এ জন্য প্রথমে আপনাকে লুনার অ্যাম্বাসি ডটকম নামে একটি ওয়েবসাইটে যেতে হবে ২০০১ সালে নাসা এই এস্টারয়েডে একটা প্রোবের অবতরণ করায়। এই ঘটনা কর্ণপাত করা মাত্রই Nemitz ওই অবতরণস্থানটি পার্কিং এরিয়া হিসেবে চিহ্নিত করেন এবং পার্কিং এরিয়া নং ২৯ উল্লেখ করে নাসার নিকট ২০ ডলারের একটি পার্কিং টিকেট প্রেরণ করেন।
ড. নিধাম নাসা মার্শাল মহাকাশ কেন্দ্রে বলেন, “এই সময় যে পরিমাণ পানি নির্গত হয় তা টাহো হ্রদের বিদ্যমান পানির দ্বিগুণ। যদিও এই বাষ্পের বেশ খানিকটা মহাশূন্যে হারিয়ে যায় তবে একটি গুরুত্বপূর্ণ অংশ চাঁদের দুই মেরুতে জড়ো হওয়ার সুযোগ পায়। তার মানে, আমরা এখন চাঁদের দুই মেরুতে যে উদ্বায়ী বস্তু সঞ্চিত দেখি তা একদা চাঁদের পৃষ্ঠের অভ্যন্তরে ছিলো।
লুনা-০১ পৃথিবী থেকে উৎক্ষিপ্ত প্রথম মহাকাশযান যা ২রা জানুয়ারি, ১৯৫৯ তারিখে চন্দ্রবিজয়ের লক্ষ্যে প্রেরণ করা হয়। এটি চাঁদের ৫ থেকে ৬ হাজার কি.মি দূর থেকে একে অতিক্রম করে। লুনা-০২ সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে আঘাত করে এবং লুনা-০৩ পৃথিবীর প্রথম মহাকাশযান যা চাঁদের ছবি পৃথিবীতে পাঠায়।