মিথ বাস্টিং | Myth busting

1 Posts
বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য

মিথ বাস্টিং | Myth busting

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য

বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য কী? বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের সমাধান কীভাবে হয়েছে? বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য ধারনাটি একটি গাঁজাখুরি ব্যাপার। জাহাজ এবং উড়োজাহাজ বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত পুয়ের্তো রিকো, ফ্লোরিডা এবং বারমুডার মধ্যবর্তী স্থানে হারিয়ে যায় না বা যে পরিমানে হারিয়ে যায় তা পৃথিবীর অন্য যে কোনো স্থানের সাথে তুলনীয়। ১৯৪৫ সালের ডিসেম্বরের ৫ তারিখ - বেশ ঝরঝরে একটি সকাল। ৫ টি অত্যাধুনিক আমেরিকান এভেঞ্জারস বোমারু বিমান ফ্লোরিডা থেকে মহড়ার উদ্দেশ্যে উড়াল দিল আকাশে। ফ্লোরিডা থেকে বাহামা হয়ে বারমুডা গিয়ে আবার ফ্লোরিডা পর্যন্ত ত্রিভুজাকার একটি যাত্রাপথ। দলের কমান্ডার চার্লস টেইলর খেয়াল করলেন কম্পাস ঠিকমতো কাজ করছে না। কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করলে তারা বললেন তখনকার অবস্থান কিওয়েস্ট থেকে উত্তরে সোজা মায়ামির দিকে চলে আসতে। হঠাৎ, টেইলরের সাথে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল! পাঁচ পাঁচটি বিমান বেমালুম গায়েব! শুধু তাই নয়, এদেরকে উদ্ধার করার জন্য যে বিমানটি পাঠানো হলো তারও আর কোন খোঁজ পাওয়া গেলনা!