বামন মানুষ হয় কেন? ছোট বেলায় গল্প শুনেছি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর কথা। যারা খর্বাকৃতির মানুষ, তাদেরকে সচরাচর বামন মানুষ বলে ডাকা হয়। বিবর্তনের ইতিহাসে বামন মানুষের রয়েছে চমকপ্রদ এক গল্প। অনেক অনেকদিন আগের কথা, জানো, আমাদের পাশেই ওই জঙ্গলে বাস করতো এবু গোগোরা। দেখতে-শুনতে মানুষের মতই কিন্তু লম্বায় খুব ছোট্ট, এক্কেবারে বেঁটে বাঁটুল, ফিসফিসিয়ে কথা বলতো নিজেদের মধ্যে, হাঁটতোও কেমনভাবে। বামন হাতি থেকে শুরু করে বিশাল কমোডো ড্রাগন, এমনকি মানুষও খেয়ে ফেলতো তারা।
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের গ্রামবাসীদের মধ্যে এবু গোগোর কাহিনী বহুকাল ধরেই প্রচলিত।এবু গোগো (ebu gogo), যার মানে দাড়াচ্ছে "the grandmother who eats anything"। মানুষের মতো দেখতে, কিন্তু ছোটখাটো শরীর, অদ্ভুত হাটার ধরন, বিড়বিড়িয়ে কথা বলা আর পেটুক স্বভাব লোককাহিনীর এবু গোগোর বৈশিষ্ট্য। স্রেফ উপকথা হিসেবেই হয়তো একে উড়িয়ে দেয়া যেত, বাধ সাধল ২০০৩ সালে আবিষ্কার করা কিছু জীবাশ্ম।
অনেক অনেকদিন আগের কথা, জানো, আমাদের পাশেই ওই জঙ্গলে বাস করতো এবু গোগোরা। দেখতে-শুনতে মানুষের মতই কিন্তু লম্বায় খুব ছোট্ট, এক্কেবারে বেঁটে বাঁটুল, ফিসফিসিয়ে কথা বলতো নিজেদের মধ্যে, হাঁটতোও কেমনভাবে। বামন হাতি থেকে শুরু করে বিশাল কমোডো ড্রাগন, এমনকি মানুষও খেয়ে ফেলতো তারা।