Astronomy | জ্যোতির্বিজ্ঞান

.

সৌরজগৎ! রহস্যময় গ্রহ ইউরেনাস এবং নেপচুন। প্লুটো কেন গ্রহ নয়? (পর্ব ৩)

sGmPxPjiJsc

সৌরজগৎ নিয়ে আমাদের বিশেষ জ্যোতির্বিদ্যা সিরিজের তৃতীয় পর্ব এটি। সৌরজগতের রহস্যময় গ্রহ এবং গ্যাসীয় দানব ইউরেনাস এবং নেপচুন নিয়ে আজকে আমরা জানবো আমাদের প্রিয় জ্যোতির্বিদ ড. দীপেন ভট্টাচার্যের কাছ থেকে। সেই সাথে জানবো প্লুটোকে কোন অপরাধে সৌরজগতের গ্রহের তালিকায় স্থান দিয়েও পরবর্তীতে বের করে দেওয়া হলো। সৌরজগতের এই সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছিলাম সৌরজগতের উদ্ভব এবং সূর্যের সবচেয়ে কাছের প্রথম চারটি পাথুরে গ্রহগুলো সম্পর্ক। দ্বিতীয় পর্বটি ছিল এবং এস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বেষ্টনী, গাসীয় দানব বৃহস্পতি ও চক্র বেস্টিত শনি গ্রহ নিয়ে। আজকে জানতে যাচ্ছি ইউরেনাস, নেপচুন এবং প্লুটো নিয়ে। এর পরবর্তী পর্বে আমরা ড. দীপেন ভট্টাচার্যের সাথে চলে যাবো কাইপার বেল্ট, সেখান থেকে আসা ধূমকেতু ও আরো দূরে সৌরজগতের এক্কেবারে প্রান্তে ওর্ট ক্লাউডে।

নিবন্ধ

thumb_pluto-2.PNG

প্লুটো

আমেরিকান জ্যোতির্বিদ পেরসিভাল লোয়েল (Percival Lowell) ১৯০৫ সালে নেপচুন এবং ইউরেনাসের অরবিট পর্যবেক্ষণ করছিলেন। তখন তিনি এখানে এক অজানা গ্রাভিটির সন্ধান পান। কিন্তু এই গ্রাভিটি কোথা থেকে যে আসছিলো তা বোঝাই যাচ্ছিলো না। ১৯১৫ সালে এসে লোয়েল অনুমান করেন এখানে কোন এক গ্রহের অস্তীত্ব রয়েছে। কিন্তু তিনি সে গ্রহ আবিষ্কারের পূর্বেই মারা যান। লয়েলের অনুমানকে কেন্দ্র করে ১৯৩০ সালে এসে জ্যোতির্বিদ ক্লাইড টমবাগ (Clyde Tombaugh) সেই অজানা গ্রহটি আবিষ্কার করে, যার নাম রাখা হয় প্লুটো। আসুন জেনে নেওয়া যাক প্লুটোর আদ্যোপান্ত

thumb_9th_planet.jpg

প্লুটোকে পেরিয়ে নবম একটি গ্রহের অস্তিত্বের সম্ভাবনা

সৌরজগতে একসময় নয়টি গ্রহই ছিলো, পরবর্তীতে প্লুটোকে গ্রহ তালিকা হতে বাদ দিয়ে আটটি করা হয়। তবে সম্প্রতি নবম আরেকটি গ্রহ এই তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তা প্লুটো নয়!

thumb_pluto.jpg

প্লুটো গ্রহ নয় কেন?

নব্বইয়ের দশক পর্যন্ত আমরা যারা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলাম তারা প্লুটোকে গ্রহ হিসেবে জেনে এসেছি। সেই সময় গ্রহের সংখ্যা ছিলো ‘নয়’। কিন্তু পরবর্তীতে, যথাযথভাবে বললে ২০০৬ সালে প্লুটোকে সর্বসম্মতিক্রমে গ্রহ তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। যদিও প্লুটো গ্রহ থাকবে কি থাকবে না সেই বিতর্ক এখনো শেষ হয় নি। কিছুদিন পূর্বেও প্লুটোকে পুনরায় গ্রহ হিসেবে অন্তুর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত প্লুটো গ্রহের মর্যাদা ফিরে পায় নি। এটি এখন একটি বামন গ্রহ হিসেবে সৌরজগতের সদস্য।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

ইউরেনাস সবচেয়ে ঠাণ্ডা গ্রহ। গ্রিক দেবতা ইউরেনাসের নামানুসারে এ গ্রহের নাম রাখা হয়।