বাংলাদেশে গ্যাস পাওয়া যায়, অল্প কিছু তেলও পাওয়া যায় কিন্তু সোনা পাওয়া যায় না, এ নিয়ে অনেকের আক্ষেপ আছে। কেন একেক দেশে বা একেক অঞ্চলে একেক রকমের খনিজ পদার্থ পাওয়া যায়? আমাদের দেশে সিলেটে গ্যাস, উত্তরবঙ্গের মধ্যপাড়ায় কঠিন শিলা (গ্রানাইট), বড়পুকুরিয়ায় কয়লা পাওয়া যায়। কিন্তু সেটা আবার সারা দেশে পাওয়া যায় না। এই যেমন, বরিশালে কেন গ্রানাইট নেই? খুলনাতে কয়লা বা গ্যাস নেই কেন? সোনার খনিইবা নেই কেন বাংলাদেশে? দেশের প্রথম সিমেন্ট ফ্যাক্টরি কেন ছাতকে তৈরি হয়েছিল? ভোলাগঞ্জের পাথরগুলির রঙ সাদা কেন? মরুভূমিতে তেলের খনি মানে কি অতীতে সেখানে সমুদ্র ছিল? থিংকের আজকের নতুন ভিডিওতে পাওয়া যাবে এই সকল প্রশ্নের উত্তর।