Astronomy | জ্যোতির্বিজ্ঞান

.

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ | মহাকাশে উড়বে হাবলের চেয়েও শক্তিশালী এই টেলিস্কোপ

a_pr_Sy0TXk

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ! । মহাকাশ বিজ্ঞানকে আরও একধাপ সামনে নিয়ে যাবে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আশা করা হচ্ছে, বিখ্যাত হাবল টেলিস্কোপের পরবর্তী প্রজন্মের এই অত্যাধুনিক টেলিস্কোপটি আমাদেরকে আরও দূরের, আরও অতীতের মহাবিশ্বকে দেখতে সাহায্য করবে । - কেন এই জেমস ওয়েব স্পেইস টেলিস্কোপ নিয়ে এত হাইপ, এত হইচই বিশ্বজুড়ে? - কী এমন আছে এতে যা অন্য কোন টেলিস্কোপে ছিলনা? আসলেই কি আমরা এই টেলিস্কোপ দিয়ে আরো দূরের, আরো অতীতের মহাবিশ্বকে দেখতে পাবো? - একে যতটা ইউনিক এবং রিস্কিভাবে পৃথিবী থেকে বহু দূরের মহাশূন্যে স্থাপন করা হচ্ছে সেটাও এতটা ইউনিক এবং রিস্কি যে অনেকেই ভয় পাচ্ছেন শেষ পর্যন্ত সব ঠিকঠাক মত করা যাবে তো! চলুন, আজকের ভিডিওতে যুগান্তকারী এই টেলিস্কোপ সম্পর্কে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।

নিবন্ধ

thumb_photo-1600456548090-7d1b3f0bbea5.jpg

টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন?

টেলিস্কোপ কে আবিষ্কার করেছেন? জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত সমস্ত আবিষ্কারগুলির মধ্যে, টেলিস্কোপ জ্যোতির্বিদদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। টেলিস্কোপ আবিষ্কারের ফলে তারা বিশাল উপগ্রহের, অথবা কক্ষপথে, অথবা একটি বাড়ির পিছনের দিকের উঠোন পর্যবেক্ষণকারী স্থানে পাহাড়ের উপরে এটি ব্যবহার করে। সুতরাং, কে এই অবিশ্বাস্য মহাজাগতিক সময় মেশিন আবিষ্কার? এটি একটি সহজ ধারণা বলে মনে হচ্ছে: হালকা একত্রিত করার জন্য বা লম্বা এবং দূরবর্তী বস্তুর আকারকে বাড়িয়ে আনতে লেন্সগুলি একসাথে রাখুন। এটি 16 তম শতাব্দীর শেষের দিকে বা 17 শতকের প্রথম দিকে টেলিস্কোপগুলি দেখা দেয় এবং টেলিস্কোপগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার আগে কিছুক্ষণের জন্য ধারণাটি ভাসিয়ে দেয়।

thumb_telescopes-kr-2x1-tease-200724.jpg

টেলিস্কোপ কীভাবে তৈরি হয়

আপনি কি জানেন টেলিস্কোপ কীভাবে তৈরি হয়? টেলিস্কোপ বানানো সহজ কাজ না। আমরা অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ নাই বা বানাতে পারি। কিন্তু মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে পারা যায় এমন টেলিস্কোপ বানাতেই পারি। আমি বলছি না আপনি হাতের বানানো জিনিসটি দিয়ে চাঁদের প্রতিটি পাহাড় কিংবা অন্যান্য গ্রহের অবস্থা পরিষ্কার কাছাকাছি দেখবেন। কিন্তু যা দেখবেন তা কিন্তু কম না! চলুন টেলিস্কোপ কীভাবে বানাবেন তা দেখে নেই।

thumb_L20190226121119.jpg

টেলিস্কোপ কাকে বলে

টেলিস্কোপ কাকে বলে জানেন? মহাকাশ বা আকাশ পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত কাচ লাগানাে লম্বা চোং-যুক্ত যন্ত্রকে টেলিস্কোপ বা দূরবিন যন্ত্র বলে। শক্তিশালী টেলিস্কোপ থেকে দুশাে কোটি আলােকবর্ষ দূরের তারাও দেখা যায়।

thumb_jwst-2.jpg

১০ বিলিয়ন ডলারের মহাশূন্য টেলিস্কোপের কাজ সম্পন্ন করেছে নাসা

হাবল স্পেস টেলিস্কোপ এই মহাবিশ্বে মানবতার জন্য অভূতপূর্ব ঝলক দেখিয়েছে, কিন্তু অতি শীঘ্রই আরো বেশি শক্তিশালী মডেল দ্বারা এটি প্রতিস্থাপিত হতে যাচ্ছে। নাসার পরিচালক চার্লস বোলডেন ৮.৭ বিলিয়ন ডলারের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST), যা ১৩ বিলিয়ন বছর আগের মহাবিশ্ব দেখতে সক্ষম হবে। স্বর্ণ দ্বরা আবৃত ২১ ফুটের একটি আয়না রয়েছে এতে যা হাবলের চেয়ে ৭ গুণ বেশি আলো সংগ্রহ করতে পারবে এবং স্ক্যানিংয়ের মাধ্যমে বর্ণচ্ছটাকে ধুলিকণা ভেদ করে দেখতে সক্ষম হবে।

thumb_JWST.jpg

হাবলের জায়গায় আসছে জেমস ওয়েব মহাশূন্য টেলিস্কোপ

হাবল স্পেস টেলিস্কোপের নাম আমরা সবাই শুনেছি। পৃথিবীপৃষ্ঠে টেলিস্কোপ বসালে বায়ুমন্ডলের নানাবিধ প্রতিবন্ধকে এর তথ্যে বিচ্যুতি ঘটে। তাই রকেটে বহন করে নিয়ে গিয়ে মহাশুন্যে টেলিস্কোপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯০ সালে হাবল টেলিস্কোপ স্থাপনের পর গত দুই যুগে এর মাধ্যমে আমদের মহাবিশ্ব সংক্রান্ত জ্ঞান কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। নতুন করে হাবল থেকে আর বেশী কিছু পাওয়ার নেই তাই একে প্রতিস্থাপন করতে আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

thinkschool মহাকাশের রহস্য এবং সীমাহীন জ্ঞানচর্চার উঁচু মানের, বিশেষজ্ঞ-সমর্থিত ভিডিও তৈরি করে। তবে thinkschool এর লক্ষ্য একটাই – নানান বিষয় সম্পর্কে জ্ঞান ও আনন্দ বিতরণ এবং আগ্রহীদের এগুলো নিয়ে ভাবতে, চিন্তা করতে এবং কৌতূহলী হয়ে উঠতে উৎসাহিত করা।