Astronomy | জ্যোতির্বিজ্ঞান

.

চাঁদ না থাকলে পৃথিবীর কী হতো? কীভাবে জন্ম নিয়েছিলো চাঁদ?

NGUlCf-nQi0

চাঁদ না থাকলে পৃথিবীর কী হতো? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। কিন্তু সাড়ে চারশ কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিলো তখনও কিন্তু চাঁদ সৃষ্টি হয়নি। তাহলে চাঁদের সৃষ্টি হলো কীভাবে? চাঁদ বিহীন সেই একা পৃথিবী কেমন ছিলো? আর চাঁদ যদি কোনদিনই না হতো তাহলে কেমন হতো আমাদের এই মায়াময় পৃথিবী! আসুন আজকের নতুন ভিডিওতে চাঁদের জন্ম রহস্য উন্মোচিত করা যাক। একই সাথে জেনে নিই চাঁদবিহীন পৃথিবী কেমন হতে পারে?

নিবন্ধ

thumb_moon-closeup.jpg

চারশ’ কোটি বছর আগে চাঁদ-এর জন্ম বিষয়ে বিস্তারিত তথ্যের উদ্ঘাটন

পৃথিবীকে প্রদক্ষিণরত পাথরখন্ড, যাকে আমরা চাঁদ বলে জানি সেটি পৃথিবীতে একটি প্রকান্ডবস্তুর আঘাতের মাধ্যমে সৃষ্টি হয়েছে বলে ধারনা রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় কেমন করে ৪০০ কোটি বছর আগে পৃথিবীর অংশবিশেষ ক্রমশ দূরে সরে গিয়ে চাঁদে পরিণত হয়েছে সেই ব্যাপারে প্রাপ্ত জ্ঞানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ডায়ানামিক সিমুলেশনের মাধ্যমে চাঁদের উদ্ভবের একটি মডেল তৈরি করা হয়েছে যা বরফের পৃথিবী হতে ক্রমশ দূরে সরে গিয়ে ৪০০ কোটি বছর আগে আজকের অবস্থানে পৌঁছেছে।

thumb_manmadeGHG.png

চাঁদের কক্ষপথের দোদুল্যমানতা ২০৩০ এর দশকে ব্যাপক বন্যার সৃষ্টি করতে পারে

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলে বিভিন্ন দুর্যোগের আঘাতের পাশাপাশি ‘মরার উপর খাড়ার ঘা’ এর মতো প্রভাব ফেলছে চাঁদের কক্ষপথের দোদুল্যমানতা। পৃথিবীর জলভাগের জোয়ার-ভাটা নিয়ন্ত্রিত হয় চাঁদের আকর্ষণে। সেই চাঁদ ধীরে ধীরে নিজের কক্ষপথ পরিবর্তন করছে অর্থাৎ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে ফলস্বরূপ পৃথিবীর জলভাগের উপর চাঁদের আকর্ষণ হ্রাস পাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে বাড়ছে সামুদ্রিক জোয়ারসৃষ্ট বন্যার পরিমাণ

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

thinkschool মহাকাশের রহস্য এবং সীমাহীন জ্ঞানচর্চার উঁচু মানের, বিশেষজ্ঞ-সমর্থিত ভিডিও তৈরি করে। তবে thinkschool এর লক্ষ্য একটাই – নানান বিষয় সম্পর্কে জ্ঞান ও আনন্দ বিতরণ এবং আগ্রহীদের এগুলো নিয়ে ভাবতে, চিন্তা করতে এবং কৌতূহলী হয়ে উঠতে উৎসাহিত করা।