Astronomy | জ্যোতির্বিজ্ঞান

.

আকাশে কত তারা আছে? আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা কোনটি?

PIAqQJLqqnI

আমাদের ছায়াপথ গ্যালাক্সিতে মোট ৪০০ বিলিয়নের মত তারা রয়েছে, কিন্তু এই সংখ্যাটা পাথরে খোদাই করা নয়। আর আমরা আকাশে যে সমস্ত তারা দেখি সেগুলো মুলত O, B, A, F, G বর্ণালীর তারা, কিন্তু খালি চোখে M, K ইত্যাদি লাল বা বাদামী বামন তারা আমরা দেখতে পাচ্ছিনা।

নিবন্ধ

thumb_maxresdefault_(1)3.jpg

আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা

আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা লুব্ধক (ইংরেজি নাম: Sirius)। আকাশের দ্বিতীয় উজ্জ্বল তারা ক্যানোপাস বা অগস্ত্য থেকে লুব্ধক দু'গুণ বেশি উজ্জ্বল।

thumb_maxresdefault_(1)2.jpg

নক্ষত্রদের তালিকা | উজ্জ্বল তারা বা নক্ষত্রগুলো কারা?

নক্ষত্রদের তালিকা কত বড় সে সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম। নক্ষত্রদের তালিকা থেকে উজ্জ্বল নক্ষত্রদের একটা তালিকা করা সম্ভব হয়েছে। কিছু নক্ষত্রদের নামের আকর্ষণীয় অর্থ রয়েছে, যার মধ্যে রয়েছে সাইরাস (ল্যাটিন ভাষায় "স্কার্চার"), ভেগা (আরবি ভাষায় "পতন"), এবং এন্টারেস (গ্রিক ভাষায় "মঙ্গলের প্রতিদ্বন্দ্বী")। এই উজ্জ্বল তারাদের তালিকায় অন্যান্য নামগুলি আপনার কাছে অতো পরিচিত নাও হতে পারে।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

thinkschool মহাকাশের রহস্য এবং সীমাহীন জ্ঞানচর্চার উঁচু মানের, বিশেষজ্ঞ-সমর্থিত ভিডিও তৈরি করে। তবে thinkschool এর লক্ষ্য একটাই – নানান বিষয় সম্পর্কে জ্ঞান ও আনন্দ বিতরণ এবং আগ্রহীদের এগুলো নিয়ে ভাবতে, চিন্তা করতে এবং কৌতূহলী হয়ে উঠতে উৎসাহিত করা।