আমরা আমাদের গ্যালাক্সি ছাড়িয়ে দূরের গ্যালক্সিতে তে ঢুকে পড়েছিলাম জ্যোতির্বিদ্যার শেষ ভিডিওটিতে আপনার সাথে। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের সবচেয়ে কাছের পড়শি গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা সম্পর্কে। আপনি সেখানে বলেছিলেন সব গ্যালাক্সিই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু আমি ভাবছিলাম সেটা ঠিক যদি ঠিক হয় তাহলে আমাদের পড়শি গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা আমাদের দিকে ছুটে আসছে সেটা কীভাবে ঠিক হতে পারে? এ নিয়ে আমরা তো ইন্টারনেটে অনেক হইচই শোনা যায় যে আমাদের ছায়াপথ গ্যলাক্সির সংঘর্ষ হবে অ্যান্ড্রোমিডার সাথে ৫ বিলিয়ন বছর পরে, কিন্তু ব্যাপারটা আসলে ঠিক সেরকম ক্লিয়ার কাট না? এখন আমরা বৈজ্ঞানিকভাবে ঠিক কী জানি?