অ্যান্ড্রোমিডা ও মিল্কিওয়ে গ্যালাক্সির সংঘর্ষ হবে যেভাবে

.

বন্যা - কেমন আছেন? দীপেনদা। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। 


দীপেন - শুভ সকাল ক্যালিফোর্নিয়া থেকে, বন্যা। 


বন্যা - আমরা আমাদের গ্যালাক্সি ছাড়িয়ে দূরের গ্যালক্সিতে তে ঢুকে পড়েছিলাম জ্যোতির্বিদ্যার শেষ ভিডিওটিতে আপনার সাথে। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের সবচেয়ে কাছের পড়শি গ্যালাক্সি  অ্যান্ড্রোমিডা সম্পর্কে। আপনি সেখানে  বলেছিলেন  সব গ্যালাক্সিই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু আমি ভাবছিলাম সেটা ঠিক যদি ঠিক হয় তাহলে আমাদের পড়শি গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা  আমাদের দিকে ছুটে আসছে সেটা কীভাবে ঠিক হতে পারে? এ নিয়ে আমরা তো ইন্টারনেটে অনেক হইচই শোনা যায় যে আমাদের ছায়াপথ গ্যলাক্সির সংঘর্ষ হবে অ্যান্ড্রোমিডার সাথে ৫ বিলিয়ন বছর পরে, কিন্তু  ব্যাপারটা আসলে ঠিক সেরকম ক্লিয়ার কাট না? এখন আমরা বৈজ্ঞানিকভাবে ঠিক কী জানি?


বন্যা -  তবে তার আগে অ্যান্ড্রোমিডা সম্পর্কে একটা প্রশ্ন করে নেই চট করে। আমাদের দর্শকেরা জানতে চেয়েছেন অ্যান্ড্রোমিডাকে কীভাবে রাতের আকাশে খালি চোখে সনাক্ত করা যাবে? 


অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের দিকে সেকেন্ডে ১১০  কিলোমিটার বেগে ছুটে আসছে 


দীপেন - অন্তর্জালে এই নিয়ে অনেক কিছু আছে এবং বলা হচ্ছে যে আজ থেকে সাড়ে পাঁচ বিলিয়ন পরে andromeda আমাদের গ্যালাক্সিকে আঘাত করবে। কিন্তু বিজ্ঞানের কাজই হচ্ছে আমাদের জ্ঞানকে ক্রমাগতই বৃদ্ধি করা। আজ andromedaর সঙ্গে আমাদের গ্যালাক্সির আঘাতের ব্যাপারে নতুন কী আমরা জেনেছি তাই নিয়ে কথা বলা যাবে।  

 

আমাদের থেকে অ্যান্ড্রোমিডার দূরত্ব আড়াই মিলিয়ন আলোকবর্ষের মত। এটি হল একমাত্র গ্যালাক্সি যা আমাদের গালাক্সির বাইরে একমাত্র খগোল বস্তু যাকে খালি চোখে দেখা যায়। অনেকে অবশ্য M-33 নামে অ্যান্ড্রোমিডার কাছে আর একটি গ্যালাক্সিকেও খালি চোখে দেখা যায় বলেন, এটা অ্যান্ড্রোমিডার থেকে আর একটু দূরে, কিন্তু সেটির জন্য আপনার খুবই পাহাড়েরও ওপর খুবই অন্ধকার একটা জায়গায় যেতে হবে।   

দীপেন - আমি কিন্তু একে পার্বত্য চট্টগ্রাম থেকে খালি চোখে দেখেছি। এটাকে একটা হাল্কা মেঘের মত দেখায়, আর বাইনোকুলার দিয়ে  চমৎকারভাবে দেখা যায়, এর জন্য উচ্চ শক্তির দুরবিন লাগবে না। 

হেমন্ত বা শীতের আকাশে সন্ধ্যায় থেকে ভোর পর্যন্ত এটাকে দেখা যাবে, পূর্ব-উত্তর আকাশে এর উদয়। 


একে চেনার  দুটো উপায় আছে। একটা হল পেগাসাস নক্ষত্রমণ্ডলের বিশাল চতুর্ভূজ দিয়ে, আর একটি ক্যাসিওপিয়া মণ্ডলের W দিয়ে। 


চিন্তা করে দেখ এই গ্যলাক্সি থেকে নির্গত আলো তোমার চোখে পঁচিশ লক্ষ বছর পরে পৌঁচাচ্ছে, অর্থাৎ এই গ্যালাক্সিটি পঁচিশ লক্ষ বছর আগে কীরকম দেখতে ছিল সেরকম দেখছ।


বন্যা - কেন ২৫ লক্ষ বছর আগের  অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা আমরা আজকে এখান থেকে দেখছি সেটা একটু সংক্ষেপে বুঝিয়ে দেবেন? 


দীপেন - আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার …. 


বন্যা - ভাবতেই  অবাক লাগে যে, এই গ্যলাক্সি থেকে নির্গত আলো পঁচিশ লক্ষ বছর পরে আমাদের  চোখে এসে  পৌঁচাচ্ছে, অর্থাৎ এই গ্যালাক্সিটি পঁচিশ লক্ষ বছর আগে কীরকম দেখতে ছিল সেরকম দেখছি আমরা আজকে পৃথিবীতে বসে। 


আচ্ছা, তাহলে এখন ফিরে যাই অ্যান্ড্রোমিডার সাথে আমাদের গ্যালাক্সির সংঘর্ষের আলোচনায়। আমরা জানি মহাবিশ্বের প্রসারণ হচ্ছে, গ্যালাক্সিরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে andromeda কেমন করে আমাদের দিকে ছুটে আসছে? 


দীপেন - খুব ভাল প্রশ্ন। মহাবিশ্বের প্রসারণ হচ্ছে, গ্যালাক্সিরা একে অপরের থেকে দুরে সরে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও কিছু স্থানীয় effect আছে। আমাদের দিকে andromedaর সরণ হল local phenemenon। এটার মানে কী? 


সেটার ব্যাখ্যা করার আগে এবার আসি আর একটি concept-এ যাকে বলে গ্যালাক্সি ক্লাস্টার বা গ্যালাক্সিদের দল বা পুঞ্জ নিয়ে। কয়েকটি গ্যালাক্সি নিয়ে হল এই ক্লাস্টার বা দল। আমাদের ছায়াপথ গ্যালাক্সি যাকে বলে লোকাল গ্রুপ বা স্থানীয় দলের অন্তর্গত, এটি একটি galaxy cluster। এটি মূলত আমাদের গ্যালাক্সি ও এর চারদিকের বামন গ্যালাক্সি যেমন বৃহৎ এবং ছোট মাজিল্যানিক মেঘ, উরসা মাইনর বামন গ্যালাক্সি, ড্রাকো বামন গ্যালাক্সি ইত্যাদি এবং অন্যদিকে অ্যান্ড্রোমিডা ও তার উপ-গ্যালাক্সি যেমন Messier 32, Messier 110, NGC 185 এরকম গ্যালাক্সিগুলো দিয়ে তৈরি। এছাড়াও তৃতীয় একটি সর্পিলাকার গ্যালাক্সি M33 বা triangulum গ্যালাক্সি এই স্থানীয় দলের অন্তর্ভূক্ত। এরা সবাই একে অপরকে মাধাকর্ষণ বলের মাধ্যামে ধরে রেখেছে। Local group মোটামুটি 5 মিলিয়ন আলোকবর্ষ  


বন্যা - তাহলে কি এই লোকাল গ্রুপের মধ্যেই andromeda র সাথে আমাদের ছায়াপথ গ্যাল্কসির মিথষ্ক্রিয়া  হচ্ছে? 


দীপেন - হ্যাঁ, এই local group-এর মধ্যে andromeda আমাদের দিকে এগিয়ে আসছে, আবার andromedaসহ আমাদের গ্যালাক্সি আর একটি দিকে ছুটে চলেছে। কোনদিকে ছুটে চলেছে? 

local group -> Virgo supercluster-এর অন্তর্গত - তার extension 50 মিলিয়ন আলোকবর্ষ, আমরা তার দিকে সেকেন্ডে ৩৩০ কিলোমিটার বেগে ছুটে চলেছি। 


বন্যা - তাহলে আপনি বলছেন যে, andromeda শুধু আমাদের গ্যাল্কসির সাথেই  মিথষ্ক্রিয়া করছেনা  Virgo supercluster এর সাথেও করছে? 


দীপেন - অন্তত দশ বছর আগেও আমরা তাই মনে করতাম, এখন দেখা যাচ্ছে Virgo supercluster লানিয়াকেয়া নামে আর বড় একটি cluster-এর অংশ যার বিস্তার ৫০০ মিলিয়ন আলোকবর্শের মত এবং Virgo supercluster-এর সব গ্য্যালাক্সি লানিয়াকেয়ার কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে। 


 বন্যা - দীপেনদা আমি একটু কনফিউসড - তাহলে আমরা যে জানি গ্যালাক্সিরা একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে অর্থাত মহাবিশ্বের প্রসারণের সাথে এর সম্পর্কটা কী দাঁড়াচ্ছে? সবাই যদি কেন্দ্রের  দিকে যেতে থাকে তাহলে তো একসময় সবাই মিলিত হয়ে এক বিন্দুতে মিশে যাবে!!! ? 


দীপেন - খুব ভাল প্রশ্ন। লানিয়াকেয়া প্রায় এক লক্ষ গ্য্যলাক্সি, কিন্তু মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা অগণিত, ধরা যেতে পারে ল্যানিয়াকেয়াও একটা Local pehenomenon - সেটি অন্য cluster থেকে দূরে সরে যাচ্ছে।...


বন্যা - এ তো অকল্পনীয় একটা ব্যাপার! আমরা তাহলে পরবর্তী ভিডিওতে গ্যালাক্সি, ক্লাস্টার এবং সুপারক্লাস্টারদের গতি এবং মহাবিশ্বে তাদের ছুটে যাওয়া নিয়ে বিস্তারিত আলাপ করবো। আজকে আবার অ্যান্ড্রোমিডায় ফেরত যাই। আমরা যখন বলি পৃথিবী ঘুরছে, সূর্য ছুটছে বা গ্যালাক্সিগুলো ছুটছে সেগুলো সবই তো রিলেটিভ বা আপেক্ষিক, তাই না? 


দীপেন - অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি ও আমাদের ছায়াপথ গ্যালাক্সি একে অপরের দিকে প্রতি সেকেন্ডে ১০৯ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে। আজ থেকে সাড়েপাঁচ বিলিয়ন বছর পরে এই দুটি গ্যালাক্সি একে অপরের খুব কাছ দিয়ে যাবে অথবা মিশবে। আমি ধাক্কা লাগবে কথাটা ব্যাবহার করি নি, কারণ গ্যালাক্সির মধ্যের তারারা একে অপরের থেকে এত দূরে থাকে যে  এরকম ধাক্কায় একটি গ্যালাক্সির তারারা অপর একটি গ্যালাক্সির তারদের সরাসরি আঘাত করেনা, বরং দূর থেকে মহাকর্ষ বলের প্রভাবে তাদের গতিপথ পরিবর্তন করে।    


এই ধরণের গ্যাlলাক্সি merger এর উদাহরণ মহাবিশ্বে অনেক আছে।  


বন্যা - আপনি যখন বলছেন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি ও আমাদের ছায়াপথ গ্যালাক্সি একে অপরের দিকে প্রতি সেকেন্ডে ১১০ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে সেটা আমরা কীভাবে বুঝতে পারছি? 


দীপেন -  বর্ণালির নীল সরণ থেকে, অর্থাৎ অ্যান্ড্রোমিডার তারারা তার কেন্দ্রের চারদিকে ঘরছে আবার সবাই মিলে আমাদের দিকেও আসছে। কিন্তু সমস্যা হল নীল সরণ আমাদের radial velocity দেয়, অর্থাৎ আমাদের দৃষ্টি বরাবর তার যে গতি, কিন্তু তার যদি কোনো transverse বা tangential গতি থাকে সেটি নীল সরণ থেকে আসে না। তার জন্য আকাশে সেই তারাটির সরাসরি সরণ বা  proper motion বার করতে হয়। এই সংখ্যাটির মান আমরা ভাল ভাবে জানিনা এটির মান সেকেন্ডে ২০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, তাই সাড়ে পাঁচ বিলিয়ন পরে প্রথম পাসেই যে তারা একীভূত হবে সেটা আমরা এখনো বলতে পারছি না।   


এই জন্য আমরা অনেক simulation-এ দেখছি যে প্রথমে এই দুটো গ্যালাক্সি একে অপরকে miss করছে, তারপর আবার তাদের বিপরীত গতি শ্লথ হয়ে তারা একে অপরের ওপর আপতিত হচ্ছে। 

   

বন্যা - তাহলে তো এখন দেখা যাচ্ছে, যে এই যে এত হৈচই ৫ বিলিয়ন বছর পরে andormedaর সংঘ্ররষ হবে , সেটা তো আমরা আসলে এখনো হলফ করে বলতে পারছিনা! কিন্তু তাহলে যখনই এই সংঘর্ষ হবে, আপনি বললেন যে গ্যালাক্সির তারারা অপর একটি গ্যালাক্সির তারাদের সরাসরি আঘাত করেনা তাহলে ঠিক কী ঘটে দুটো গ্যলাক্সির এরকম সংঘর্ষ বা মার্জারের সময়। 


দীপেন -  merger-এর পরে দুটি গ্যালাক্সি কী রূপ ধারণ করবে সেটা কী ধরণের কোণে একটি গ্যালাক্সি আর একটি গ্যালাক্সিকে ঘাত করে তার ওপর নির্ভর করে। দুটি গ্যালাক্সি  মিশে একটি উপাবৃত্তাকার গ্যালাক্সি  তৈরি করতে পারে। মহাবিশ্বে প্রায় ২০ থেকে ৩০ ভাগ গ্যালাক্সিই eliiptical। আর ৬০ ভাগ সর্পিলাকার। মনে ক্রা হচ্ছে andromeda ও আমাদের গ্যাল্ক্সি মিলে একটা elliptical galaxy তৈরি করবে। নতুন তারা আর হবে না। 


বন্যা - আমাদের গ্যাল্ক্সির কেন্দ্রে তো একটি অতিকায় black hole আছে। andromedaর ও কি তাই। 


দীপেন - অ্যান্ড্রোমিডার কেন্দ্রে একটি অতিকায় কৃষ্ণ গহবর আছে - যার ভর ১০০ মিলিয়ন সৌরীয় ভরের চাইতে বেশি, তুলনামূলকভাবে আমাদের গ্যাল্ক্সির কেন্দ্রের যে SMBH আছে তার ভর কম মাত্র চার কি পাঁচ মিলিয়ন সৌরীয় ভর। এই দুটি একসাথে merge করতে অনেক সময় লাগবে কারণ তারা একে অপরের চারদিকে একটি উপাবৃত্তাকার পথে settle, তাদ্রে মধ্যেম দূরত্ব হবে ১৫০ আলোকবর্শের মত। 


বন্যা -  তখন তো আর আমাদের সূর্য বা সৌরজগত এরকম থাকবেনা। 


দীপেন -  হ্যা আমরা সূর্য নিয়ে তিনটে ভিডিও করেছি। ওই সময়ে সূর্য অস্থিত হবে এবং এবং পৃথিবীর সব জল শুকিয়ে যাবে। simulation বলে সূর্য আমাদের গ্যালাক্সির প্রায় বাইরের দিকে চলে যাবে, এমনকী বাইরে নিক্ষিপ্ত হতে পারে। 


বন্যা - অনেক ধন্যবাদ দীপেনদা, আমাদের জ্ঞান …আগামী ভিডিওতে আমরা দেখব মহাবিশ্বে গ্যালাক্সিগুলো কোথায় এবং কোন দিকে ছুটে চলেছে


সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles

কয়েক ডজন গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ের ছায়াপথের কাছাকাছি অবস্থান করছে, অ্যান্ড্রোমিডা হল আমাদের সবচেয়ে কাছের বিশাল আকারের সর্পিলাকার বা স্পাইরাল গ্যালাক্সি।