যে হাই হিল জুতা শুরু হয়ে ছিলো পুরুষের ফ্যাশন হিসেবে, তা কী ভাবে একান্তই নারীর শোভা হয়ে উঠলো, এবং আজকের নারীরা এই ফ্যাশন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কী ভাবে সরব হচ্ছেন, এর উত্তর জানতে দেখুন মজাদার এবং তথ্যভিত্তিক এই ভিডিওটা।
হাই হিল জুতার ইতিহাস | হাই হিল জুতা কীভাবে এলো? মূলত হাই হিল যুক্ত জুতা ব্যবহার করত পুরুষ সৈনিকেরা। নারীরা সেটা ব্যবহার শুরু করে অনেক পরে। এর ইতিহাস প্রাচীন পারস্যের সঙ্গে যুক্ত বলে মনে করেন গবেষকেরা। প্রাচীন পারস্যের ঘোড়সওয়ার তিরন্দাজ সৈনিকেরা উঁচু হিল যুক্ত জুতা পরত ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার সুবিধার জন্য।
আপনি শোনেন যে একজন পুরুষ সম্রাট হাই হিল যুক্ত জুতা ব্যবহার করতেন, এবং এর প্রতি তাঁর ভালোবাসা কোনো অংশে মনরো, ইমেলদা কিংবা নায়িকা পরীমনির চেয়ে কম নয়, তাহলে খানিক অবাক হবেন নিশ্চয়ই। এই হাই হিলপ্রেমী সম্রাটের নাম চতুর্দশ লুই (৫ সেপ্টেম্বর ১৬৩৮-১ সেপ্টেম্বর ১৭১৫)। তিনি জাতে ফরাসি।
পুরুষদের পায়ে হাই হিল ছিল প্রয়োজনের তাগিদেই! দশম শতাব্দীতে পারস্যের ঘোড়সওয়াররাই প্রথম হাই হিল ব্যবহার শুরু করেন।