সাড়ে ছয় কোটি বছর আগে, পৃথিবীতে সেই ভয়াবহ শেষ দিনটি কেমন কেটেছিল ডাইনোসরদের? এভারেস্ট পর্বতের সমান সেই বিশালকায় গ্রহাণু প্রবল বেগে ধেয়ে আসার সময় ডাইনোসররা কি ভাবতে পেরেছিল সেটিই হতে যাচ্ছে তাদের শেষ দিন? তাদের বিশাল দেহের তুলনায় ক্ষুদ্র মস্তিষ্কে কি বেজে উঠেছিল কোনো বিপদসংকেত? শুধু তো ডাইনোসররাই নয় সেদিনের সেই ধ্বংসযজ্ঞের ফলে বিলুপ্ত হয়ে গিয়েছিল পৃথিবীর চার ভাগের তিন ভাগ জীব। চলুন আজকে থিংকের নতুন ভিডিওতে, বিজ্ঞানের সাথে কল্পনার রথে চড়ে ঘুরে আসা যাক সেই দিনটা থেকে, যেদিন মহাকাশ থেকে আসা একটি গ্রহাণু ডাইনোসরদের ১৬ কোটি বছরের রাজত্বের অবসান ঘটিয়েছিল।