Astronomy | জ্যোতির্বিজ্ঞান

.

সূর্য কীভাবে ঘোরে আমাদের গ্যালাক্সিতে?

Jxq9rtGU2lk

আমরা গ্যালাক্সি নিয়ে আগের ভিডিওগুলোতে জেনেছিলাম আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির গঠন এবং তার বাহুগুলোর গঠন নিয়ে, এও দেখেছিলাম কাল্পুরুষ বাহুর এক পাশে আমাদের সূর্য এবং সৌরজগত অবস্থিত। আপনি যে স্পাইরাল ডেন্সিটি ওয়েভ নিয়ে আলাপ করতে গিয়ে তারাআদের ট্রাফিক জ্যমের কথা বলেছিলেন সেটা আমার চোখে যেন গেঁথে গেছে। আজকে আমরা আপনার সাথে আরো গভীরে গিয়ে দেখে নিতে চাই আমাদের তারা, মানে সূর্য ঠিক কীভাবে ঘুরছে মিল্কি ওয়েতে, তারাদের তুলনায় আমরা ঠিক কোনদিকে ভ্রমণ করছি?

নিবন্ধ

thumb_sun-path-featured.PNG

সূর্য-র গ্যালাক্সি পরিক্রমা

মিল্কি ওয়ের কেন্দ্র থেকে সূর্য প্রায় ২৭ হাজার আলোক আলোকবর্ষ দূরে অবস্থিত, এবং সেই কেন্দ্রের চারদিকে সূর্য সেকেন্ডে ১৪৩ মাইল বা ২৩০ কিলোমিটার বেগে ঘুরছে। সূর্যের একটা ঘুর্নন সম্পূর্ন করতে প্রায় ২৩ কোটি বছর সময় লাগে।

thumb_dinosaur-galaxy.png

কিছু ডাইনোসর মিল্কিওয়ের অন্য দিকে ছিল?

এখন মিল্কিওয়ের কেন্দ্রের সাপেক্ষে যেখানে আছে, ২৫ কোটি বছর আগেও সেখানে ছিল এবং তখন ডাইনোসরদের পদচারনা সবে শুরু হয়েছিল।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles