সূর্য-র গ্যালাক্সি পরিক্রমা

.

নিবন্ধ

Astronomy | জ্যোতির্বিজ্ঞান

সূর্য-র গ্যালাক্সি পরিক্রমা

সূর্য নিয়ে দেখুন থিংকের ভিডিও, সূর্য কীভাবে ঘোরে?

মিল্কি ওয়ের কেন্দ্র থেকে সূর্য প্রায় ২৭ হাজার আলোক আলোকবর্ষ দূরে অবস্থিত, এবং সেই কেন্দ্রের চারদিকে সূর্য সেকেন্ডে ১৪৩ মাইল বা ২৩০ কিলোমিটার বেগে ঘুরছে। সূর্যের একটা ঘুর্নন সম্পূর্ন করতে প্রায় ২৩ কোটি বছর সময় লাগে।  এই সময়টাকে গ্যালাক্টিক ইয়ার বা ছায়াপথ বর্ষ বলা হয়। কিন্তু এই ঘুর্ণনের সময় সূর্য আবার একই সাথে গ্যালাক্সির সমতলের উপরে ও নিচেও ওঠানামা করে। একটি ওঠানামা শেষ হতে প্রায় ছয় কোটি বছর লাগে। বর্তমানে সূর্য গ্যালাক্সির সমতল থেকে প্রায় ৫৫ আলোকবর্ষ উপরে অবস্থিত।

 

সূর্যের নিজের অক্ষ গ্যালাক্সির সমতলের সাথে প্রায় ৬০ ডিগ্রি কোন করে আছে। সূর্যের গ্রহগুলি সূর্যকে একটা সমতলে প্রদক্ষিণ করে, যেটার নাম একলিপটিক প্লেইন। এই একলিপটিক সমতলও ছায়াপথের সমতলের সাথে ৬০ ডিগ্রি কোন করে আছে। 

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles