এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে যতগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ঘুরছে তার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন সবচেয়ে বড় - একটা ফুটবল মাঠের সমান বড়। সম্পূর্ণ গবেষণাগার এবং ৬ জন নভোচারী ও গবেষকদের বেঁচে থাকার নানা উপকরণে ঠাসা এই মহাকাশ স্টেশনের ভর প্রায় চার লক্ষ কুড়ি হাজার কিলোগ্রাম। এখন প্রশ্ন হল, এই বিশাল আকার এবং ওজন নিয়ে, মহাকাশ স্টেশন কীভাবে ভেসে থাকে? কীভাবেই বা কাজ করে এবং ঘুরতে থাকে পৃথিবীর চারদিকে? আজকে আমরা থিংকের বন্ধু জ্যোতির্বিদ দীপেন ভট্টাচার্যের সাথে জেনে নেব, কীভাবে পৃথিবী থেকে ছোঁড়া হয় এই মহাকাশযানগুলো এবং কীভাবেই বা তারা পড়ে না গিয়ে ঘুরতে থাকে পৃথিবীর কক্ষপথে?
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মহাকাশ স্টেশন কি বাস স্টেশন, রেল স্টেশনের মতো? উত্তর যে না এটা আমরা কমবেশি সবাই জানি। কিন্তু মহাকাশ স্টেশন সম্পর্কেও অনেকেরই ধারণা কম। আজকের এই লেখায় আমি মহাকাশ স্টেশন সম্পর্কে মৌলিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো।