ব্ল্যাকহোল নামক এই রহস্যময় জিনিসটি সম্পর্কে মানুষের উৎসাহের শেষ নেই। মহাবিশ্বের আনাচে-কানাচে লুকিয়ে থাকা ব্ল্যাকহোলের আশেপাশে যা কিছু থাকে সবকিছু সে তার নিজের ভিতরে টেনে নেয়। আমরা থিংকের ব্ল্যাক হোল ভিডিওতে দেখেছিলাম, জ্বালানী ফুরিয়ে যাওয়া তারা থেকে তৈরি, এই খগোল বস্তুগুলি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মাধ্যাকর্ষণ আধার। ব্ল্যাকহোলকে ব্ল্যাক বা কৃষ্ণ বলা হয়, কারণ তাদের মাধ্যাকর্ষণ শক্তি এত তীব্র যে এমনকি আলোও তাদের ভেতর থেকে বেরোতে পারে না। তাহলে একবার ভেবে দেখুন এই ব্ল্যাকহোলের আকর্ষণে যদি কোন মানুষ পড়ে যায় তাহলে তার সাথে কী ঘটবে। সে কি এমন এক অভিযাত্রায় বেঁচে থাকতে পারবে? আজকে জ্যোতির্বিদ এবং Durham university র assistant Professor, থিংকের বন্ধু ড. শৌনক বোসের সাথে এই ভিডিওতে, বিজ্ঞানের সাথে কিছুটা কল্পনার রথে চড়ে ঘুরে আসি একটা ব্ল্যাকহোলের কাছ থেকে।