ঘূর্ণিঝড় কি ক্রমশঃ আরও শক্তিশালী হয়ে উঠছে? ঘূর্ণিঝড় বা সাইক্লোন ইয়াস, আম্ফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়গুলো কেন ধেয়ে আসছে বারে বারে - ভয়ংকর থেকে আরো ভয়ংকরী হচ্ছে দিনে দিনে? আমাদের প্রকৃতিইবা কেন এত খেপে উঠেছে ইদানিং? ঘূর্ণিঝড় পূর্বাভাসের এবং জলবায়ু পরিবর্তনের গাণিতিক মডেল ব্যবহার করে গবেষকেরা বলছেন যে, জলবায়ুর পরিবর্তনের ফলে ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের সংখ্যার খুব বেশি পরিবর্তন না হলেও তাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাবে। ঘূর্ণিঝড়ের পরিসংখ্যান থেকে ইতোমধ্যেই দেখা যাচ্ছে যে, আটলান্টিক ও পূর্ব প্রশান্ত মহাসাগরে হারিকেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে টাইফুন ও ভারত মহাসাগরে সাইক্লোন নামের ঘূর্ণিঝড়গুলো দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠতে শুরু করে দিয়েছে!
আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আগের থেকে উন্নত হলেও, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আগাতে পারিনি। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অতীতে আগাপাছতলা না ভেবে কথিত উন্নয়নের বড়ি খেয়ে আমরা জেনে বা না জেনে অনেক দুর্যোগের জন্ম দিয়েছি। ঝুঁকি তৈরি করেছি বড় বড় দুর্যোগের। দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সর্বনাশা জলাবদ্ধতা এসেছে পোলডার আর রিং বাঁধের হাত ধরে। এখন শুধু জলাবদ্ধতা নয়, সেই প্লাবনভূমিতে চিংড়ি চাষের হাত ধরে ভর করেছে চরম লবণাক্ততা। হারিকেন শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড় স্যান্ডির তাণ্ডবে কিছুদিন আগে আমেরিকার উত্তর-পূর্ব উপকূল ক্ষতিগ্রস্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন ও জনগণ আগে থেকে ...