করোনাভাইরাস সম্পর্কে আমাদের জানা দরকার- প্রতিটি কাশির সাথে প্রায় ৩০০০ অদৃশ্য জলকণা বেরিয়ে আসে।করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির মুখ থেকে বের-হওয়া এই জলকণার সাথে মিশে-থাকা করোনা ভাইরাস বাতাসে ভেসেও থাকতে পারে বেশ কয়েক ঘন্টা। এই মহামারী থেকে মুক্তির উপায় কী?
প্রতিদিনই সংবাদপত্রগুলোর শিরোনাম হচ্ছে করোনাভাইরাস (বর্তমান নাম SARS-CoV-2) এবং সেই সাথে বেড়ে চলেছে ফেস মাস্কের চাহিদা । পৃথিবীর বিভিন্ন দেশেই ইতিমধ্যে ফেস মাস্কের মজুদ ফুরিয়ে গেছে বা ফুরিয়ে যাবার উপক্রম হয়েছে। করোনা ভীতি ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষ নিজেদের সুরক্ষা দিতে ফেস মাস্কের দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু এই মাস্কগুলো কি সত্যি করোনা হতে সুরক্ষা দিতে সক্ষম?