করোনা ভাইরাসের টিকা- বা ভ্যাক্সিন বানাতে এত সময় লাগছে কেন?- এই প্রশ্নটা অনেকেই করছেন। আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুঁজি করেই তৈরি করা হচ্ছে করোনার ভ্যাক্সিন বা টিকা। তাহলে কেন এত সময় লাগছে করোনা ভাইরাসের টিকা বানাতে? উত্তর মিলবে থিংক বাংলার এই ভিডিওটিতে।
একটি জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হলাম। সম্প্রতি একজন সুপ্রতিষ্ঠিত ডাক্তার কোভিডের টিকা নিতে নিরুৎসাহিত করেছেন বলে শোনা যাচ্ছে। এটি নিয়ে কিছু কথা বলতে চাই। টিকার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? টিকা নিলে কি আমাদের শরীরের ক্ষতি হতে পারে? হ্যাঁ, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিন্তু কতটা, আসুন দেখা যাক।
কোভিড-১৯-এর বিষাক্ত ছোবলে টালমাটাল সারা বিশ্ব। এই রোগের হাত থেকে মানুষকে বাঁচাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের দৌড়ে নেমেছেন বিশ্বের বিভিন্ন গবেষকদল। এরই সূত্র ধরে জানুয়ারিতেই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট। এই দৌড়ে আরও সামিল ছিলো আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর অধীন দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)-এর বিজ্ঞানীরা এবং তার সহযোগী বায়োটেকনোলজি সংস্থা মডার্না। পাশাপাশি চীনের একটি বায়োটেক কোম্পানিরও করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণার খবর পাওয়া গেছে। একেবারে সম্প্রতি ইতালির একটি গবেষকদলও টিকা তৈরিতে নিজেদের গবেষণার কথা জানিয়েছেন। অবশ্য সব দিক বিবেচনা করলে এখনো পর্যন্ত এই প্রতিযোগিতায় এগিয়ে আছেন অক্সফোর্ডের বিজ্ঞানী দল।