আলোর গতিতে মহাবিশ্ব ভ্রমণ কি সম্ভব? আলো মহাবিশ্বের সর্বোচ্চ গতিসীমা, এই গতিসীমা অর্জন করতে পারলে সময়কেও অতিক্রম করা সম্ভব। অর্থাৎ সময়কেও থামিয়ে দেয়া যাবে আলোর গতিতে চলতে পারলে। এদিকে আলোর গতি ঘন্টায় ৩ লক্ষ কিলোমিটার! মহাবিশ্বে গতি আর সময় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, সময়েরও গতি আছে। আমরা যখন স্থির, তখন সময় সর্বোচ্চ গতিতে চলে। আর স্থানে অর্থাৎ স্পেইসে চলার গতি বাড়লে সময়ের গতি কমতে থাকে। একটা স্থানের গতিতে সময়ের গতি শূন্য হয়ে যায়, তখন আর গতি বাড়ানো সম্ভব না। এটাই আলোর গতি, এটাই আমাদের মহাবিশ্বের সর্বোচ্চ গতিসীমা, যেখানে সময় স্থির, যেখানে ঘড়ি থেমে যায়। আজকে থিংকের নতুন ভিডিওতে আমরা জানবো, আলোর গতিতে মহাবিশ্ব ভ্রমণ সম্ভব কীনা। জেনে নিব, কেন আলোর গতিতে চললে সময় থেমে যায়।