আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা লুব্ধক (ইংরেজি নাম: Sirius)। আকাশের দ্বিতীয় উজ্জ্বল তারা ক্যানোপাস বা অগস্ত্য থেকে লুব্ধক দু'গুণ বেশি উজ্জ্বল।
নক্ষত্রদের তালিকা কত বড় সে সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম। নক্ষত্রদের তালিকা থেকে উজ্জ্বল নক্ষত্রদের একটা তালিকা করা সম্ভব হয়েছে। কিছু নক্ষত্রদের নামের আকর্ষণীয় অর্থ রয়েছে, যার মধ্যে রয়েছে সাইরাস (ল্যাটিন ভাষায় "স্কার্চার"), ভেগা (আরবি ভাষায় "পতন"), এবং এন্টারেস (গ্রিক ভাষায় "মঙ্গলের প্রতিদ্বন্দ্বী")। এই উজ্জ্বল তারাদের তালিকায় অন্যান্য নামগুলি আপনার কাছে অতো পরিচিত নাও হতে পারে।