আমাদের সৌরজগৎ
সৌরজগৎ কাকে বলে? সৌরজগৎ হচ্ছে আমাদের পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আমাদের সৌরজগৎ কখন গঠিত হয়েছিল? সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র
আমাদের সৌরজগৎ একটি নক্ষত্র দিয়ে সাজানো। নক্ষত্রের নাম হলো সূর্য! সূর্যের রয়েছে আটটি গ্রহ, গ্রহগুলোতে রয়েছে ১৪৬টি চাঁদ। সৌরজগতে এছাড়াও আছে একগুচ্ছ ধূমকেতু, গ্রহাণু ও মহাকাশ শিলা, বরফ এবং প্লুটোর মতো বেশ কয়েকটি বামন গ্রহ। আটটি গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত। নেপচুন সবচেয়ে দূরে।
সৌরজগতের সকল গ্রহ, গ্রহাণু এবং ধূমকেতু আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে। তারা আমাদের সূর্যের চারপাশে একটি সমতল বৃত্তে ভ্রমণ করে যাকে উপবৃত্ত বলা হয়। সূর্যের চারপাশে যেতে পৃথিবীর হিসেবে এক বছর সময় লাগে। বুধ মাত্র ৮৮ দিনের মধ্যে সূর্যের চারপাশে ঘুরে বেড়ায়। সূর্যের চারপাশে একবার ভ্রমণ করতে সবচেয়ে বিখ্যাত বামন গ্রহ প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
চাঁদগুলো গ্রহগুলিকে প্রদক্ষিণ করে। এই মুহূর্তে বৃহস্পতি গ্রহের রয়েছে সবচেয়ে বেশি চাঁদ ৫০টি। বুধ ও শুক্রের কোনও চাঁদ নেই। পৃথিবীর একটি চাঁদ আছে। এটি আমাদের রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু। সূর্য অবশ্যই আমাদের দিনের আকাশে সবচেয়ে উজ্জ্বল বস্তু। এটি চাঁদ, গ্রহ, ধূমকেতু এবং গ্রহাণুগুলিকে আলোকিত করে।
তথ্যসূত্র: Our Solar System