পৃথিবীর জনসংখ্যা ঠিক কত হওয়া দরকার?
পৃথিবীর জনসংখ্যা ঠিক কত হলে ঠিক হয় বা আমাদের এই ছোট্ট গ্রহটি কত মানুষকে অনায়াসে জায়গা দিতে পারে?
জনসংখ্যা নিয়ে দেখুন থিংকের ভিডিও পৃথিবীর জনসংখ্যায় কি ধ্বস নামছে অচিরেই?
এ নিয়ে অনেক মতভেদ আছে, তবে লন্ডনের আন্তর্জাতিক পরিবেশ এবং উন্নয়ন সংস্থার ডেভিড স্যাটারটঅয়েটে (David Satterthwaite, Senior Fellow, International Institute for Environment and Development) এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই ভাবেঃ
আসলে মানুষের সংখ্যাটা মূল সমস্যা নয়; আসল সমস্যা ভোক্তাদের সংখ্যা এবং তাদের ব্যবহারের মাত্রা এবং প্রকৃতি। ডেভিড সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন গান্ধীর সেই উক্তি, "The world has enough for everybody's need but not for anybody's greed.” অর্থাৎ, প্রত্যেক মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পৃথিবীর যথেষ্ট রসদ আছে কিন্তু প্রত্যেক মানুষের লোভ মেটানোর মত যথেষ্ট যোগান পৃথিবীর নেই।
তবে ঠিক কত খানি মানুষ পৃথিবীতে অনায়াসে সাস্টেইন করতে পারে এর উত্তর কেউ কেউ বের করার চেষ্টা করেছেন পরোক্ষভাবে।
যেমন -
পরিবেশ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক " গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক" বলেছে, একজন ইউরোপিয়ান জীবন ধারনে গড়পরতা যে পরিমানে রিসোর্সেস কনসিউম বা ব্যবহার করেন তা যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি ( যা আবার একজন আমেরিকানের ব্যবহৃত রিসোর্সেস ৬০ শতাংশ, মানে - আমেরিকানরা বেশি ভোগবাদী ইউরোপিয়ানদের তুলনায় ) তাহলে পৃথিবী পর্যাপ্ত পরিমানে ধারণ করতে পারবে দুই থেকে তিন বিলিয়ন মানুষ। যেভাবে পৃথিবীর জনসংখ্যা কমতে শুরু করবে এই শতাব্দীর শেষ থেকে তাতে করে এই লক্ষ্যে পৌঁছাতে হয়তো খুব বেশি সময় লাগবেনা!