সৌরজগৎ! সৌরজগতের শেষ প্রান্তে কী আছে? ধূমকেতু কী? (পর্ব ৪)

.

সৌরজগৎ নিয়ে আমাদের বিশেষ জ্যোতির্বিদ্যা সিরিজের চতুর্থ পর্ব এটি। সৌরজগতের শেষ প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে, ঢুকে পড়ছি আরো অজানা রহস্যময় জগতে - কোথা থেকে আসে রহস্যময় ধূমকেতুগুলো? কেন ধূমকেতুর ভাণ্ডার ফুরোয় না? সৌরজগতের প্রান্ত ঠিক কোথায়? কী আছে সেখানে? কাইপার বেল্ট, হিলস ক্লাউড, ওর্ট ক্লাউড কী? মানুষের পাঠানো মহাকাশযানগুলো সৌরজগতের কোথায় কোথায় পৌঁছেছে? এই সব প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো আমাদের প্রিয় জ্যোতির্বিদ ড. দীপেন ভট্টাচার্যের কাছ থেকে। সৌরজগতের এই সিরিজের তৃতীয় পর্বে আমরা গ্যাসীয় অতিকায় নীল গ্রহ ইউরেনাস এবং নেপচুন পার হয়ে প্লুটো পর্যন্ত পৌঁছিলাম। দেখেছিলাম প্লুটো কেন আর গ্রহ নয় এবং তার মত আরো বামন গ্রহ আছে সৌরজগতের প্রায় প্রান্তে, কাইপার বেল্ট বা বেষ্টনীতে। দ্বিতীয় পর্বে জেনেছিলাম গ্যাসীয় দানব বৃহস্পতি এবং রহস্যময় চক্রধারী গ্রহ শনি সম্পর্কে। আর প্রথম পর্বে ড. দীপেন ভট্টাচার্য আমাদের বলেছিলেন সৌরজগৎ এবং তার কেন্দ্র সূর্যের উৎপত্তি সম্পর্কে, এবং সেই সাথে আমাদের পৃথিবীসহ সূর্যের সবচায়ে কাছের চারটি পাথুরে গ্রহদের সম্পর্কে। অনেক ধন্যবাদ এই মহাজাগতিক ভ্রমণে আমাদের সাথী হওয়ার জন্য।

সবচেয়ে বেশি দেখা ভিডিও দেখুন | Most Watched Video

?>

নিবন্ধসমূহ | Articles