থিংক বাংলা ও থিংক ইংলিশ ২০২০ সালে যুক্তরাজ্যের লন্ডনে নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর মূল উদ্দেশ্য হল নির্ভুল তথ্য ও হালনাগাদ জ্ঞান ভিডিওমাধ্যমে উপস্থাপন। সমগ্র পৃথিবীর নাগরিকদের লক্ষ্যে পরিচালিত এই সংগঠনের মুখ্য আদর্শ হল জনগণের বোঝার ও জানার জন্যে শিক্ষামূলক ভিডিও উপস্থাপন করা যাতে করে সবাই অনায়াসে ব্যাপারগুলো বুঝতে পারে এবং এসব নিয়ে চিন্তার ও ভাবনার অবকাশ পায়। থিংক মনে করে পৃথিবীতে জানার, বোঝার, ও ভাবার বিষয়গুলোই মানুষকে উন্নততর জীবন ও সভ্যতার দিকে এগিয়ে যেতে শক্তি ও জ্বালানি যুগিয়েছে। উন্মুক্ত বিপুল তথ্যভাণ্ডার থেকে যথাযথ জ্ঞান আহরণ আজকের তথ্যবিপ্লবের যুগে খুবই জরুরি। পাশাপাশি পোস্ট-ট্রুথ সময়ে ভুল থেকে ঠিক তথ্যটি আলাদা করাও রাজনৈতিকভাবে প্রয়োজনীয়। তাই থিংক প্রচলিত ভুল বিশ্বাস খণ্ডনের পাশাপাশি জনগণকে শিক্ষিত করার সচেতন প্রয়াস গ্রহণ করে। থিংকের সংগৃহীত তথ্য বিশেষজ্ঞদের জ্ঞানচর্চার ফলাফল এবং কঠোর সম্পাদনার ভেতর দিয়ে আসার নিরন্তর প্রচেষ্টা। জ্ঞানভিত্তিক এবং মেধাভিত্তিক সমাজগঠনের জন্যে থিংক সচেষ্ট এবং এজন্যে শুধু জানা নয়, বোঝাও দরকারি বলে থিংক ভাবে। তাই কেবল বিজ্ঞান নয়, সামাজিক জ্ঞানের দিকেও থিংক আগ্রহী। নতুন, সাম্যময়, এবং নিরপেক্ষ সমাজের লক্ষ্যে থিংক অবিচলভাবে কাজ করছে ও করে যাবে।